আব্দুল-রহমান মসজিদ
দারি مسجد حاجی عبدالرحمان; পোস্তু: د عبدالرحمان جومات),
অপর নাম : কাবুল গ্রান্ড মসজিদ

আফগানিস্তান-এর সবচেয়ে বড় মসজিদ আফগানিস্তান- রাজধানী কাবুল শহরের পোস্তুনিস্তান স্কয়ারের নিকটবর্তী, বাণিজ্যিক এলাকা 'দেহ আফঘানান'-এ এই মসজিদটি অবস্থিত। এর নিকটেই রয়েছে অত্যন্ত জনপ্রিয় প্লাজা হোটেল।

২০০১ খ্রিষ্টাব্দে এই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন আফগানিস্তানের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী হাজি আব্দুল রহমান। তাঁর নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে 'আব্দুল রহমান মসজিদ'। এর প্রাথমিক নকশা করেছিলেন আফগান স্থপতি মির হাফিজুল্লাহ হাশিমি। কিন্তু আমালতান্ত্রিক জটিলতায় এই মসজিদটির নির্মাণ কাজ বিলম্বিত হয়। ফলে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই তিনি মৃত্যবরণ করেন। এর পর মসজিদটির নির্মাণকাজ শেষ করেন তাঁর পুত্র। মসজিদটির প্রধান সকল নির্মাণকাজ সম্পন্ন হয় ২০০৯ খ্রিষ্টাব্দে। রাষ্ট্রীয়ভাবে উদ্বোধন হয় ২০১২ খ্রিষ্টাব্দে। উদ্বোধন করেছিলেন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই।

এই মসজিদটি তিন তলা। প্রায় ৩.৫ একর জমির উপর অবস্থিত। এর উপরে একটি বিশাল গম্বুজ আছে। এই গম্বুজে সারিবদ্ধ আরো কিছু ছোটো গম্বুজ আছে। মসজিদ কম্প্লেক্সের মাঝ বরাবর দুটি মিনার রয়েছে। এর এক তলা মহিলাদের নামাজ পড়ার জন্য সুনির্দিষ্ট। এই মসজিদে এক সাথে প্রায় ১০,০০০ লোক নামাজ পড়তে পারে। এই মসজিদ এলাকার ভিতরে একটি মাদ্রাসা আছে। এছাড়া প্রায় দেড় লাখ পুস্তক সম্বলিত একটি গ্রন্থাগার আছে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Abdul_Rahman_Mosque