হেলমান্দ সভ্যতা
আফগানিস্তানের  প্রাচীন হেলমান্দ নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা।

ধারণা করা হয় খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দের দিকে মধ্য এশিয়া থেকে আগত জনগোষ্ঠী, এই নদীর তীরবর্তী অঞ্চলে প্রথম কৃষিকাজ শুরু করেছিল।
খ্রিষ্টপূর্ব ৩৩০০-২৩৫০ অব্দের মধ্য এদের ছোট ছোট গোষ্ঠীগুলোর দ্বারা স্থানীয় রাজ্যের সূচনা করেছিল। ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে নগরায়ন শুরু হতে পারে। খ্রিষ্টপূর্ব ২৭০০- থেকে ২৫০০ অব্দের ভিতরে এই অঞ্চলে মন্দির ও প্রাসাদ তৈরি হয়েছিল।  খ্রিষ্টপূর্বে ২৫০০ অব্দের দিকে ছোঋ ছোটো রাজ্যগুলো একধত্রিত হয়ে বৃহৎ রাষ্ট্রের সৃষ্টি করেছিল। খ্রিষ্টপূর্ব ২১০০ অব্দের ভিতরে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। 

হেলমান্দ সভ্যতার কেন্দ্রীয় শহর হিসেবে পাওয়া যায় প্রাচীন মুণ্ডিগাক নগরী। এটি বর্তমান কান্দাহার শহর থেকে ৫৫ কিমি (৩৪ মাইল) উত্তর পশ্চিম দিকে। এই নগরটির স্থানে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জিন মারি ক্যাসাল ১৯৫০-এর দশকে খনন কার্য চালিয়েছিলেন।  এই অঞ্চলে প্রাপ্ত মৃৎশিল্প এবং অন্যান্য নিদর্শনগুলিতে ছিল রঙিন জ্যামিতিক নিদর্শন, প্রাণী এবং গাছপালার চিত্রকর্ম।

হেলমান্দ সভ্যতার নগরীসমূহ