কাবুল নদী
ঋগবেদে এই নদীর নাম কুভা গ্রিক ঐতিহাসিকরা এই নদীকে কোফেন নামে অভিহিত করেছিলেন। পোস্তু ভাষায় এর নাম দারি।

আফগানিস্তান পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীএর দৈর্ঘ্য প্রায় ৭০০ কিলোমিটার (৪৩০ মাইল)। আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশের উত্তর - পূর্ব অংশে হিন্দুকুশ পর্বতমালার সাংলাখে উৎপন্ন হয়েছে। উৎপত্তি স্থল থেকে আফগানিস্তানের কাবুল ও জালালাবাদ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কাবুল নদী পাকিস্তানের অ্যাটকের কাছে সিন্ধু নদে মিশেছে।
পরে এই নদ ভারত মহাসাগরে পতিত হযয়েছে।

কাবুল নদীর প্রধান উপনদীগুলি হল লোগার, পাঞ্জশির , আলিঙ্গার , সুরখাব , কুনার , বারা এবং সোয়াত নদী।