নাইলো-হামাটিক
Nilo-Hamitic
পূর্ব-আফ্রিকার পশুপালনকারী একটি বৃহৎ নৃগোষ্ঠী।
খ্রিষ্টীয় ১৮শ শতাব্দীর আগেই এরা
ইথিওপিয়ার অরণ্যাঞ্চলে বসবাস করতো। ১৮শ শতাব্দীর
মাঝামাঝি সময়ে এরা এদের মূল আবাসস্থল থেকে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এরা
আফ্রিকার ভিতরে ও বাইরে ছড়িয়ে পড়তে থাকে। এর একটি শাখা
থেকে উদ্ভব হয় আটেকার (Ateker) নৃগোষ্ঠী।
পরে এই নৃগোষ্ঠী বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়। এদের ভিতরে উল্লেখযোগ্য ভাগগুলো
হলো- জিয়ে (Jie),
তুর্কানা (Turkana),
কারামোজোং (Karamojong)
এবং টেসো
(Teso)।
সূত্র:
Shillington, Kevin (2005). Encyclopedia of
African History Volume 1 A-G. New York: Routledge. pp. 1912 pages. ISBN 1-57958-245-1
Mwakikagile, Godfrey (2009). Ethnicity
and National Identity in Uganda: The Land and Its People. New Africa Press.
ISBN 9987-9308-7-5
https://en.wikipedia.org/wiki/Teso_people
2002 Uganda Pooulation And Housing census