কারামোজোং
Karamojong

আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব উগান্ডা আদিবাসী। এদের ভাষার নামও কারামোজোং। এদের আদি নিবাস ছিল ইথিওপিয়া।

১৬০০ খ্রিষ্টাব্দের দিকে একদল মানুষ ইথিওপিয়া থেকে উগান্ডার উত্তর-পূর্বে চলে এসেছিল। পরে এরা দুই ভাগে বিভাজিত হয়ে যায়। এর একটি শাখা বর্তমান কেনিয়াতে এসে বসতি স্থাপন করে। এদের থেকে পরে উৎপত্তি ঘটে মাসাই এবং কালেনজিন গোষ্ঠী। অন্যদিকে অপর শাখা থেকে উদ্ভব হয় আটেকের জাতি। আরও পরে আটেকেরা আরও বেশ কয়েকটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
টেসো,  ডোডোথ, জিয়ে, কারামোজোং এবং কুমাম।

 


সূত্র: