বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন
৩রা মার্চ
১৯৮৮ খ্রিষ্টাব্দ
১৯৮৮ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিকাংশ বিরোধী দল এই নির্বাচন বর্জন করেছিল। ফলে জাতীয় পার্টি (এরশাদ) ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন নিয়ে জয় লাভ করে।
ফলাফল
দল |
ভোটদান |
শতকরা হার | প্রাপ্ত আসন |
১৭,৬৮০,১৩৩ |
৬৮.৪ | ২৫১ | |
সম্মিলিত বিরোধী দল |
৩,২৬৩,৩৪০ |
১২.৬ | ১৯ |
বাংলাদেশ ফ্রিডম পার্টি |
৮৫০,২৮৪ |
৩.৩ | ২ |
জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ) [জাসদ] |
৩০৯,৬৬৬ |
১.২ | ৩ |
বাংলাদেশ খিলাফত আন্দোলন |
২৪২,৫৭১ |
০.৯ | ০ |
গণতন্ত্র বাস্তবায়ন পার্টি |
|||
জন দল |
|||
তেইশ দলীয় জোট |
|||
নির্দল |
৩,৪৮৭,৪৫৭ |
১৬.৩ | ২৫ |
অবৈধ/ফাঁকা |
৩৩৫,৬২০ |
- | - |
মোট |
২৬,১৬৯,০৭১ |
১০০ |