কররানী রাজবংশ
(শাসনামল ১৫৬৩-১৫৭৬ খ্রিষ্টাব্দ)
বাংলার সর্বশেষ স্বাধীন রাজবংশ।
এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাজ খান কররানী। কররানী শাসন বাংলার স্বাধীনতার সমাপ্তির
পর বঙ্গদেশের মোগল শাসনের অধীনে চলে গিয়েছিল।
কররানীরা আফগানিস্তানের বঙ্গাশ নামক স্থানে বসবাস করতো। বর্তমানে এটি কুররম নামে
অভিহিত হয়ে থাকে। মূলত এরা ছিল পাঠানদের কররানী শাখা। আফগানিস্তানে এরা করলানি নামে
পরিচিত।
কররানী রাজবংশের উত্থানের প্রেক্ষাপট
১৫৪৫ খ্রিষ্টাব্দে
সম্রাট শেরশাহ-এর মৃত্যুর পর, তাঁর কনিষ্ঠ পুত্র জালাল খাঁ
ইসলাম শাহ নাম ধারণ করে সিংহাসন লাভ করেন।
১৫৫৩ খ্রিষ্টাব্দ
ইসলাম শাহের মৃত্যুর পর,
আদিলশাহ দিল্লীর সিংহাসন দখল করেন। এই সময় বাংলার
বাংলার সুর-শাসক বাংলার শাসনকর্তা মুহম্মদ শূর সুলতান শামসুদ্দীন মুহম্মদ শাহ গাজী উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। তিনি জৌনপুর দখল করে দিল্লি
দখলের
উদ্দেশ্যে যাত্রা করেন। ১৫৫৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ছপ্পরঘাটায় সংঘটিত
যুদ্ধে বাংলার সুলতান মুহম্মদ শাহ আদিল শাহের সেনাপতি হিমুর
হাতে নিহত হন।
মুহম্মদ শাহের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র খিজির খান গিয়াসউদ্দীন আবুল মুজাফফর বাহাদুর শাহ উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। সুলতান গিয়াসউদ্দীন তাঁর পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য আদিল শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। মুঙ্গেরের অন্তর্গত সুরুজগড়ের ৪ মাইল পশ্চিমে ফতেপুরে উভয় পক্ষে সংঘটিত যুদ্ধে বাহাদুরের সৈন্যবাহিনী আদিল শাহের বাহিনীকে পর্যুদস্ত করে।
এই সময় আদিল শাহ বন্দী হন এবং পরে তাঁকে হত্যা করা হয়।
১৫৬০ খ্রিষ্টাব্দে বাহাদুর শাহের মৃত্যুর পর তাঁর ভাই জালাল শাহ ক্ষমতা লাভ করেন এবং ১৫৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। গিয়াসউদ্দীন নামক জনৈক আফগান
জালাল শাহকে হত্যা করে ক্ষমতা জবরদখল করেন। ১৫৬৪ খ্রিষ্টাব্দে তাজখান কররানী এ জবরদখলকারী গিয়াসউদ্দীনকে হত্যা করে বাংলায় কররানী শাসনের সুত্রপাত করেন।
কররানী রাজবংশের শাসকবৃন্দ
-
সুলতান তাজখান কররানী
(১৫৬৪-৬৫ খ্রিষ্টাব্দ)
- সুলতান সুলায়মান খান কররানি
(১৫৬৫-১৫৭২ খ্রিষ্টাব্দ)
- সুলতান বায়েজিদ খান করলানি (১৫৭২ খ্রিষ্টাব্দ)
- সুলতান দাউদ খান কররানি (১৫৭২-১৫৭৬ খ্রিষ্টাব্দ)
১৫৭৬ খ্রিষ্টাব্দের ১২ জুলাই রাজমহলের যুদ্ধে
মোগল সেনাপতি হোসেনকুলী খান- দাউদ কররানীকে বন্দী
করেন এবং তাঁর আদেশে দাউদ কররানীকে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে কররানী
রাজ বংশের শাসনের সমাপ্তি ঘটে।