শক
গ্রিক
Skythia>ইংরেজি Scythian (সিথিয়ান)।
প্রাচীন পারসিক স্কুদাত (
Skudat)।
ভারতীয় সকল ভাষায় বলা হয় 'শক'।

মধ্য এশিয়ার একটি জাতি। 'শক' ভাষায় স্কুদাত শব্দের অর্থ হলো তীরন্দাজ। এরা ছিল যাযাবর এবং ঘোড়া ছিল এদের প্রধান বাহন।

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস-এর মতে এরা বাস করতো কৃষ্ণসাগরের তীরে। খ্রিষ্টপূর্ব ৫১২ খ্রিষ্টাব্দে পারশ্যের সম্রাট দারিয়ুস এদের রাজ্য আক্রমণ করে এবং শকদের বিশাল অঞ্চল দখল করে নেয়। এরপর এরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। পারস্য সম্রাট দারায়ুসের অনুশাসনলিপিতে শকদের তিনটি শাখার কথা জানা যায়। কিন্তু পার্সিপলিস-অনুশাসনলিপিতে শক এবং মক নামে দুটি শাখার কথা জানা যায়।

 

খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যভাগে মধ্য-এশিয়ার 'ইয়ো-চি' নামক একটি যাযাবর জাতি শকদের আদি বাসস্থান দখল করে নেয়। ফলে এরা আদি বাসস্থান থেকে দক্ষিণ দিকে সরে আসে এবং ব্যাক্ট্রিয়া অঞ্চল দখল করে নেয়। এই সময় এদের কিছু লোক হিলমন্দ উপত্যাকায় বসতি স্থাপন করে। এদের অপর অংশ হিন্দুকুশ পর্বত অতিক্রম করে উত্তর-পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে। এই সময় স্থানীয় পহ্লব বা পার্থিয়ানদের সাথে এদের সংঘাত হয়। এই সূত্রে এরা পহ্লবদের বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। এই সূত্রেও বহু শক ভারতে প্রবেশ লকরে। খ্রিষ্টপূর্ব ১২৩-৮৮ অব্দের মধ্যে পহ্লবদের মিথ্রিডেটিস নামক এক রাজা শকদের পরাজিত করে। ফলে এরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চলে আসে এবং সেখানে বসতি স্থাপন করে। এদের নামানুসরে এই এলাকাকে শকস্তান বা সিস্তান বলা হয়। এই সময় শকদের অপর একটি দল ভারতে এসে পুরানো শকদের সাথে যোগ দেয়।

 

এই সময় এদের সাথে পহ্লব এবং পারশ্যের লোকদের সাথে রক্তের সংমিশ্রণ ঘটে। অন্যদিকে ভারতে প্রবেশকারী শকদের সাথে তাৎকালীন ভারতে বসবাসকারী বিভিন্ন জাতির সাথে মিশ্রণ ঘটে। এই সময় এদের আদি ভাষার পরিবর্তন ঘটে এবং ভারতীয় সংস্কৃতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। অবশ্য প্রাচীন ভারতের আর্যরা এদের খুব একটা সমীহের চোখে দেখতো না। পতঞ্জলির ভাষ্যে এদেরকে 'বিশুদ্ধ শুদ্র' বলা হয়েছে। অন্যদিকে মনুসংহিতায় এদেরকে বলা হয়েছে 'নিম্ন ক্ষত্রিয়'। প্রাচীন ভারতে সাধারণ মানুষের কাছে এঁরা পরিচিত ছিলেন 'ক্ষত্রপ'। স্থানের বিচারে এদের দুটি শাখা ছিল। এই শাখা দুটির নাম ছিল - উত্তর ক্ষত্রপ ও পশ্চিম-দক্ষিণ ক্ষত্রপ।

উত্তর ক্ষত্রপ:
 

 মোগ-এর রৌপ্য মুদ্রা

 প্রথম এ্যাজেস-এর মুদ্রা

 দ্বিতীয় এ্যাজেস-এর মুদ্রা

ভারতে আগত শকরা উত্তর ভারতে সংখ্যায় এতটাই বৃদ্ধি পায় যে, এরা নিজেদের রাজ্য গড়তে সমর্থ হয়। কালক্রমে এদের রাজা ময়েস বা মোগ খ্রিষ্টপূর্ব ৮৫-৬০ অব্দের দিকে একটি বিশাল রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। তক্ষশীলার অনুশাসন এবং তাম্র মুদ্রা থেকে জানা যায়, মোগ ছিলেন গান্ধারের রাজা। এদের রাজত্ব ছিল কাবুল উপত্যাকা থেকে পূর্ব-পাঞ্জাবের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত।

 

মোগ-এর মৃত্যুর পর গ্রিকরা পূর্ব-পাঞ্জাব অঞ্চল পুনরুদ্ধার করে। খ্রিষ্টপূর্ব ৫৮/৫৭ অব্দের দিকে প্রথম এ্যাজেস (কথিত আছে ইনি মোগের জামাত ছিলেন) পূর্ব-পাঞ্জাব দখল করেন এবং নিজেদের নামে মুদ্রা প্রচলন করেন। এই রাজা রাজত্ব করেন খ্রিষ্টপূর্ব ৩৫ অব্দ পর্যন্ত।

এরপর রাজা হন দ্বিতীয় এ্যাজেস। তিনি রাজত্ব করেন খ্রিষ্টপূর্ব ১২ অব্দ পর্যন্ত। দ্বিতীয় এ্যাজসের দুর্বলতার সুযোগে পহ্লব-রাজ গণ্ডোফার্নিয়াস ভারত-বর্ষের সীমান্তে অবস্থিত শক-অধিকৃত এলাকা দখল করে নেয়। কিন্তু অন্যদিকে মথুরাতে শকরা একটি শক্তিশালী রাজত্ব কায়েম করতে সক্ষম হয়। এই রাজ্যের রাজা রাজবুল পূর্ব-পাঞ্জাবে গ্রিকদের বিতারিত করেছিল।

 

পশ্চিম-দক্ষিণ ক্ষত্রপ:
পশ্চিম ও দক্ষিণ ভারতের শকদের ক্ষহরত নামে পরিচিত ছিল। এদের রাজধানী ছিল নাসিক। এদের রাজ্যসীমা ছিল মালব, কাথিয়াবাড় ও মহারাষ্ট্রের অংশ বিশেষ। বিভিন্ন লিপি ও মুদ্রা থেকে জানা যায়, ভূমক এবং নহপান নামক দুইজন ক্ষত্রপ ছিল। এই দুইজনের ভিতরে নহপান শ্রেষ্ঠ ক্ষত্রপ।
 

এরা সাতবাহন রাজ্যে ক্রমাগত আক্রমণ চালিয়ে পশ্চিম দাক্ষিণ্যত্য দখল করে নেয়।

নহপান এবং এবং তাঁর জামাতা ঋষভদত্ত সাতবাহনদের মহারাষ্ট্র থেকে বিতারি করে। এসব কারণে খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে সাতবাহন রাজ্য বিলুপ্ত হওয়ার উপক্রম হয়। ১১৯ থেকে ১২৫ খ্রিষ্টাব্দে পর্যন্ত নহপান রাজা ছিলেন। ইতিমধ্যে সাতকর্ণী গৌতমী শক্তিশালী সেনাবাহিনী গঠন করে, অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ফলে অচিরেই শকরা সাতকর্ণী গৌতমী্ রাজ্য বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণের উদ্যোগ। এর ফলে ১২৪-১২৫ খ্রিষ্টাব্দের ভিতরে শকদের রাজা নহপান সাতকর্ণী-রাজ্য আক্রমণ করেন। এই যুদ্ধে সাতকর্ণী গৌতমী্ নহুপানকে পরাজিত করে, হৃত রাজ্যের বিশাল অংশ দখল করতে সক্ষম হন। এরপর পরে নহপান ১১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাঁর মৃত্যুর পর শকদের কর্দমক শাখা সাতবাহনদের কাছ থেকে হারানো অঞ্চলগুলো দখলের উদ্যোগ নেয়।

 

কর্দমক শাখা
শকদের অপর একটি শাখার নাম ছিল 'কর্দমক'। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চষ্টন। চষ্টন এবং তাঁর সহকারী রুদ্রদমন যুদ্ধাভিযাব শুরু করেন ১৩০ খ্রিষ্টাব্দে সাতকর্ণীকে পরাজিত করেন। টলেমির রচনা ও জুনাগড় শিলালিপি সুত্রে জানা যায় শকবীর রুদ্রদমন সাতবাহনদের পরাজিত করে মালব পুনরাধিকার করেন। এই পরিস্থিতিতে শকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে সাতকর্ণী নিজ পুত্রের সাথে (বশিষ্টিপুত্র পুলমায়ি) রুদ্রদামনের কন্যার বিবাহ দেন। এর মধ্য দিয়ে শক আক্রমণ থেকে সাতকর্ণী রাজ্য রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।
 



 


সূত্র :