লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০০২

নিবন্ধন তারিখ

২০/১০/২০০৮

প্রতীক

বাইসাইকেল

প্রতীক নমুনা

প্রেসিডেন্ট

আনোয়ার হোসেন মঞ্জু এম.পি

মহাসচিব

শেখ শহীদুল ইসলাম

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

৩/৬, সি-২, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭

ফোন

০২৫৮১৫৫৫৯০

মোবাইল

০১৭১২-০২৫১৩৭

ইমেইল

jatiyaparty_jp@yahoo.com

ওয়েব ঠিকানা

 

জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জু
বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সংক্ষেপে জেপি (মঞ্জু)।

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি। উল্লেখ্য, ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি জাতীয় ফ্রন্টের ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, জাতীয় ফ্রন্ট বিলুপ্ত করে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেয়া হয়।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ১২ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩২টি আসন লাভ করে। এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এই সময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দেয়। এ দলের মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
 
১৯৯৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার করে। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করেছিল। পরে দলীয় প্রধান এরশাদ চার দলীয় জোটে শরিক হন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী এবং জাতীয় পার্টির অন্যতম নেতা আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন দল গঠন করেন। তাঁর দলের নাম হয় জাতীয় পার্টি (মঞ্জু)।