জাসদ (আসম আব্দুর রব)
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০১৫

নিবন্ধন তারিখ

০৯/১১/২০০৮

প্রতীক

তারা

প্রতীক নমুনা

 সভাপতি

আ স ম আবদুর রব

মহাসচিব

আবদুল মালেক রতন

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

৬৫, বঙ্গবন্ধু এভিনিউ (৪র্থ তলা), ঢাকা-১০০০

ফোন

৯৫৮৫১৫৫৬

মোবাইল

০১৭১১৭৮৩৭৭৬

ইমেইল

jsdoffice.1972@gmail.com

জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)
বাংলাদেশের একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। আসম আব্দুর রব নিয়ন্ত্রিত এই দলটি জেএসডি (রব) নামে  পরিচিত।

১৯৮০ খ্রিষ্টাব্দ পর্যন্ত দলটির প্রচুর সমর্থক থাকা সত্বেও মূল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কোনো মতো টিকে ছিল মাত্র। বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে জাসদ বিভাজিত হয়ে যায়। এর প্রথম বিভাজন ঘটে ১৯৮০ খ্রিষ্টাব্দে। এই বছরের ৭ই নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দলটি আত্নপ্রকাশ করে। নব গঠিত দলের নামকরণ করা হয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর মূল ধারাটি জাসদ নামেই থেকে যায়।

১৯৮৬ খ্রিষ্টাব্দে কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ইনু হিসেবে পরিচিতি পায়। ১৯৯৭ খ্রিষ্টাব্দে জাসদ (রব), জাসদ (ইনু) এবং বাসদ (মাহাবুব) এর একাংশ মঈন উদ্দিন খান বাদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। এই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আ.স.ম রব এবং হাসানুল হক।

২০০২ খ্রিষ্টাব্দ আ.স.ম রবের নেতৃত্বে কতিপয় নেতা জেএসডি নামে জাসদের কার্যক্রম পরিচালনা শুরু করছে। এই সূত্রে তৈরি হয় জেএসডি রব।