ময়মনসিংহ
বাংলাদেশের একটি বিভাগ। এই বিভাগের অন্তর্গত সদর জেলা ময়মনসিংহ এবং উপজেলা ময়মনসিংহ। বিভাগ, জেলা এবং উপজেলার সদর নগরী।

মোঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে, মোঘল সেনাপতি মনমোহন সিংহ ঈসা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন। এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ।

ময়মনসিংহ বিভাগ
বাংলাদেশের অষ্টম বিভাগ। ১৮২৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার পর বৃহত্তর ময়মনসিংহ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়েছিল। ২০১৫ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। ২০১৫ খ্রিষ্টাব্দের ১৪ সেপ্টেম্বর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে ময়মনসিংহ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ভৌগোলিক অবস্থান: ২৪°১০' উত্তর ৯০°২৫'। 
ভৌগোলিক সীমানা: উত্তরে ভারত, পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, দক্ষিণে ঢাকা বিভাগ ও পূর্বরে সিলেট বিভাগ।
মোট আয়তন: ১০,৫৮৪ বর্গকিমি (৪,১১৯ বর্গমাইল)। 
জেলা: শুরুর দিকে ৮টি জেলা নিয়ে এই বিভাগ গঠিত হওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। পরে - টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা প্রকাশ করে। পরে এই বিভাগের অন্তর্ভুক্ত হয় ৪টি জেলা। এগুলো হলো- ময়মনসিংহ সদর জেলা, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর। এর উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি, এবং গ্রাম ৭ হাজার ৩০টি।

এই বিভাগের জেলা ও উপজেলার বিন্যাস

জেলা

মোট উপজেলা সংখ্য

উপজেলার নাম

ময়মনসিংহ

১৩

ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গফরগাঁও, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাটও ধোবাউড়া।

জামালপুর

জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ।  

নেত্রকোণা

১০

নেত্রকোণাসদর, পূর্বধলা, দুর্গাপুর, বারহাট্টা,আটপাড়া, মদন, কেন্দুয়া, মোহনগঞ্জ,কলমাকান্দা ও খালিয়াজুরী ।  

শেরপুর

শেরপুর সদর, নকলা, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী ।

সূত্র: