ত্রিশাল
উপজেলা
বাংলাদেশের
ময়মনসিংহ বিভাগের সদর জেলার
অন্তর্গত একটি উপজেলা।
১৯০৯ খ্রিষ্টাব্দে
ত্রিশাল থানা প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৩ খ্রিষ্টাব্দে এই
উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালের সংসদীয় আসন ময়মনসিংহ-৭। ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ১৫২ নং আসন হিসেবে চিহ্নিত।
ভৌগোলিক অবস্থান: ২৪°৩৩'-৩৬.০০০' উত্তর ৯০°২৫'-১২.০০০'।
ভৌগোলিক সীমানা: উত্তরে ময়মনসিংহ সদর উপজেলা, দক্ষিণে ভালুকা উপজেলা, গফরগাঁও উপজেলা, পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা, নান্দাইল উপজেলা, গফরগাঁও উপজেলা, পশ্চিমে ফুলবাড়িয়া উপজেলা।
মোট আয়তন: ৩৩৮.৭৩ বর্গকিমি (১৩০.৭৮ বর্গমাইল)।
এই উপজেলা: ইউনিয়নগুলো হলো- ধানীখোলা, বৈলর, কাঁঠাল, কানিহারী, রামপুর, ত্রিশাল, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মঠবাড়ী, মোক্ষপুর, আমিরাবাড়ী।
নদনদী: পুরাতন ব্রহ্মপুত্র, খির, মেদুয়ারী, নাগেশ্বরী, পাগারিয়া ও বরেরা; হাওর: বিল গলহর, শুকনী, সিঙ্গাদুলী, দুর্বাচোরা, কুমুঈড়া।
সূত্র: