 ত্রিশাল 
উপজেলা
ত্রিশাল 
উপজেলা
 
বাংলাদেশের 
ময়মনসিংহ  বিভাগের সদর জেলার 
অন্তর্গত একটি উপজেলা। 
১৯০৯ খ্রিষ্টাব্দে
ত্রিশাল থানা প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৩ খ্রিষ্টাব্দে এই 
উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল।  বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালের সংসদীয় আসন ময়মনসিংহ-৭। ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ১৫২ নং আসন হিসেবে চিহ্নিত। 
ভৌগোলিক অবস্থান: ২৪°৩৩'-৩৬.০০০' উত্তর ৯০°২৫'-১২.০০০'। 
ভৌগোলিক সীমানা: উত্তরে ময়মনসিংহ সদর উপজেলা, দক্ষিণে ভালুকা উপজেলা, গফরগাঁও উপজেলা, পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা, নান্দাইল উপজেলা, গফরগাঁও উপজেলা, পশ্চিমে ফুলবাড়িয়া উপজেলা।
মোট আয়তন:	৩৩৮.৭৩ বর্গকিমি (১৩০.৭৮ বর্গমাইল)।  
এই উপজেলা: ইউনিয়নগুলো হলো- ধানীখোলা, বৈলর, কাঁঠাল, কানিহারী, রামপুর, ত্রিশাল, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মঠবাড়ী, মোক্ষপুর, আমিরাবাড়ী। 
নদনদী: পুরাতন ব্রহ্মপুত্র, খির, মেদুয়ারী, নাগেশ্বরী, পাগারিয়া ও বরেরা; হাওর: বিল গলহর, শুকনী, সিঙ্গাদুলী, দুর্বাচোরা, কুমুঈড়া। 
 
সূত্র: