ছোট যমুনা
ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি স্পর্শ করে এই নদী জয়পুরহাট জেলা অতিক্রম করেছে। এরপর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের পোড়ানগরে নওগাঁ‎ জেলায় প্রবেশ করেছে। ইসবপুর পালপাড়ার নিকট এসে এই যমুনা চকইলাম ও সলপী হয়ে আগত ‘শ্রী’ বা চিরি নদীর প্রবাহ গ্রহণ করেছে। পরে ক্রমশ দক্ষিণবাহী হয়ে পত্নীতলা থানার পূর্বপ্রান্তবর্তী ত্রিমোহনীতে ঘুকশীর প্রবাহের সাথে মিলিত হয়ে বদলগাছি থানা কেন্দ্রের পূর্বকোল ঘেঁষে নওগাঁ‎র নিকটবর্তী মোক্তার পাড়ায় এসে, একটি কাটা খালের মাধ্যমে তুলসীগঙ্গার সাথে মিলিত হয়েছে।  এরপর থেকে এই নদীর নাম হয়েছে তুলসীগঙ্গা। এরপর তুলসীগঙ্গ নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আরো দক্ষিণে নওগাঁ‎ ও রাণীনগর থানা অতিক্রম করে সে আত্রাই প্রবাহের সঙ্গে মিলিত হয়েছে ।