ছোট
যমুনা
ভারতের জলপাইগুড়ি থেকে
বাংলাদেশের
দিনাজপুর হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি স্পর্শ করে এই নদী জয়পুরহাট জেলা
অতিক্রম করেছে। এরপর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের পোড়ানগরে
নওগাঁ
জেলায় প্রবেশ করেছে। ইসবপুর পালপাড়ার নিকট এসে এই যমুনা চকইলাম ও সলপী হয়ে আগত
‘শ্রী’ বা চিরি নদীর প্রবাহ গ্রহণ করেছে। পরে ক্রমশ দক্ষিণবাহী হয়ে পত্নীতলা থানার
পূর্বপ্রান্তবর্তী ত্রিমোহনীতে ঘুকশীর প্রবাহের সাথে মিলিত হয়ে বদলগাছি থানা
কেন্দ্রের পূর্বকোল ঘেঁষে
নওগাঁর
নিকটবর্তী মোক্তার পাড়ায় এসে, একটি কাটা খালের মাধ্যমে তুলসীগঙ্গার সাথে মিলিত
হয়েছে। এরপর থেকে এই নদীর নাম হয়েছে তুলসীগঙ্গা। এরপর তুলসীগঙ্গ নওগাঁ শহরের
ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আরো দক্ষিণে
নওগাঁ
ও রাণীনগর থানা অতিক্রম করে সে
আত্রাই
প্রবাহের সঙ্গে মিলিত হয়েছে ।