হিমালয়ের পাদদেশে নানা ঝর্নাধারা থেকে এই নদী
উৎপন্ন হয়েছে।
ভারতের কুচবিহার জেলায় প্রবাহিত এই নর নাম কালজানি নদী। নদীটি বাংলাদেশ সীমান্ত
অতিক্রম করে ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের শালজোড় গ্রামে এসে সংকোষ নাম
ধারণ করেছে। আরো দক্ষিণে এসে সোনাহাট ব্রীজের দক্ষিণে আন্ধারীঝাড় ইউনিয়নের
বারৈইটারী মৌজার দক্ষিণে এর নাম হয়েছে দুধকুমার। এরপর দক্ষিণে অগ্রসর হয়ে নাগেশ্বরী
উপজেলার রায়গঞ্জ বাজারের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে পূর্বে দুধকুমার নদে মিলিত
হয়েছে। পরে এই নদীটি দুধকুমার নামেই ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে।
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর উপর দিয়ে প্রবাহিত এ নদী অগভীর, খরস্রোতা ও আঁকাবাঁকা।
শুকনো মৌসুমে শান্ত ও শীর্ণকায় থাকে। তবে বর্ষায় এই নদী ভয়ঙ্কর হয়ে উঠে।