জামালপুরের কিছু আগে পুরাতন
ব্রহ্মপুত্রের থেকে উৎপন্ন
হয়েছে বংশী।
এই নদীটি উৎপন্ন হয়ে জামালপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
মধুপুর পৌঁছে নদীটি বানার এবং ঝিনাই নদীর শাখার সাথে
মিলিত হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এরপর এটি বাসাইল ও সখিপুরকে পৃথক করে
মির্জাপুর হয়ে কালিয়াকৈরে এসে দুইভাগে বিভক্ত হয়েছে। এর মূল ধারা তুরাগ নদী নামে
আরো দক্ষিণ পূর্বে গিয়ে ঢাকা-মিরপুর হয়ে
বুড়িগঙ্গায়
পতিত হয়েছে।