গোট
দ্বীপ
ইংরেজি
Goat Island
।
ভৌগোলিক অবস্থান : ৪৩°৪′৫০″উত্তর
দ্রাঘিমাংশ ৭৯°৪′০″
পশ্চিম
অক্ষাংশ।
এটি
নায়েগ্রা নদী'র
একটি দ্বীপ। এই দ্বীপটি
নায়েগ্রা জলপ্রপাত-এর মাঝ বরাবর অবস্থিত। নায়েগ্রা নদীর জলপ্রবাহকে এই দ্বীপ
দুটি ভাগে বিভক্ত করেছে। এর এক পাশ দিয়ে পানি প্রবাহিত হয়ে নায়েগ্রা জলপ্রপাতের যে
বৃহৎ অংশ সৃষ্টি করেছে, তার নাম হর্সসু জলপ্রপাত। এর গোট দ্বীপের অপর পাশ দিয়ে পানি
প্রবাহিত হয়ে অপেক্ষাকৃত ছোটো অংশ সৃষ্টি করেছে, তা আবার দুটি ভাগে বিভক্ত
হয়ে পড়ছে। এই দুই ভাগের যে অংশটি গোট দ্বীপ-সংলগ্ন তার নাম ব্রিডাল জলপ্রপাত। আর যে
অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডের সাথে যুক্ত, তাকে বলা হয় মার্কিন জলপ্রপাত।
এই দ্বীপটি নিউইয়র্ক প্রদেশের নায়েগ্রা জলপ্রপাত নগরী এবং নায়েগ্রা কাউন্টির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই দ্বীপে কোন জনবসতি নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই দ্বীপে অনেক ভ্রমণকারী যায়। মার্কিনযুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপের সাথে যোগাযোগের জন্য দুটি সাঁকো আছে। এই সাঁকো দিয়ে পায়ে হেঁটে বা গাড়িতে গোট দ্বীপে যাওয়া যায়। দ্বীপের ভিতরভাগ প্রচুর গাছপালা আছে। এর ভিতর দিয়ে পায়র চলা পথ আছে।
গোট দ্বীপে টেস্লা'ত মূর্তি |
জন স্টেম্যান (John Stedman) নামক এক ভদ্রলোক এই দ্বীপে কিছু ছাগল পালা শুরু করেন। কিন্তু ১৭৮০ খ্রিষ্টাব্দে এই অঞ্চলে প্রচুর তুষারপাত ঘটে। প্রচণ্ড শীতের কারণে, তিনি তাঁর ছাগলগুলো এই দ্বীপে রেখেই চলে আসতে বাধ্য হন। শীতকাল শেষ হলে তিনি এই দ্বীপে এসে দেখেন যে, একটি ছাগল শীতে মারা গেছে এবং বাকিগুলো বেশ বহাল তবিয়তেই আছে। এরপর থেকে এই দ্বীপের নাম হয়ে যায় ছাগল দ্বীপ (Goat Island)। এরপর এই দ্বীপটিকে রক্ষার Augustus Porter জন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি ভবিষ্যতে ভূ-পর্যটকদের জন্য এই দ্বীপের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই বিবেচনা মাথায় রেখে তিনি দ্বীপটি ক্রয় করেন। এরপর কিছু টুসকারিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু লোককে এই দ্বীপে বসবাস করার অনুমতি দেন। ১৮১৭ খ্রিষ্টাব্দে এই দ্বীপে পর্যটকরা যাতে পায়ে হেঁটে যেতে পারেন, সে জন্য একটি সাঁকো তৈরি করেন। কিন্তু প্রবল তুষারপাতের কারণে এই সাঁকোটি ধ্বংস হয়ে গেলে, পুনরায় আর একটি সাঁকো তৈরি করা হয়। ১৮৮৫ খ্রিষ্টাব্দে এই দ্বীপটিকে নায়েগ্রা সংরক্ষিত স্টেট পার্কের ( Niagara Reservation State Park)-এর অন্তর্ভুক্ত করা হয়।
এই দ্বীপে সাইবেরিয়ান-আমেরিকান নাগরিক এবং প্রখ্যাত বিজ্ঞানী নিকোলা টেস্লা (Nikola Tesla)-র একটি মূর্তি স্থাপন করা হয়েছে। যুগোশ্লাভিকিয়া সরকার এই মূর্তিটি দান করে ১৯৭৬ খ্রিষ্টাব্দে। এই মূর্তিটি তৈরি করেছিলেন যুগোশ্লাভিকিয়ার প্রখ্যাত ভাস্কর Frano Krsinic।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/
http://www.teslasociety.com/niagarafalls.htm