নায়েগ্রা নদী
ইংরেজি Niagara river
ভৌগোলিক অবস্থান : ৪৩.০৭৮
°উত্তর ৭৯.০৭৭°পশ্চিম।

উত্তর আমেরিকা মহাদেশের একটি নদী। উত্তর আমেরিকার অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ
এরিয়ে থেকে উৎপন্ন হয়েছে। পৃথিবীর শেষ বরফযুগ (প্লেইস্টোসিনে বরফযুগ) শুরু হয়েছিল ২৫ লক্ষ ৮০ হাজার বৎসর আগে। ৯৫,০০০ থেকে ২০,০০০ বছর পূর্বকালের ভিতর উত্তর আমেরিকা এবং কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বরফে ঢাকা পড়েছিল। এই অঞ্চলের এই বরফ-আবরণ বলা হয় লাউরেন্টিড বরফ আবরণ (Laurentide Ice Sheet)। ১০,০০০ থেকে ১৫,০০০ বছর আগে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে, ইউরোপ ও উত্তর আমেরিকার দক্ষিণাংশে বরফ অপসারিত হয়েছিল। এই সময় গলিত বরফ থেকে উৎপন্ন জলধারা এই অঞ্চলে বহু নদ-নদী, হ্রদ, জলপ্রপাত তৈরি করেছিল। এই সময়ে উত্তর আমেরিকার ঊর্ধ্ব গ্রেটলেকের জমাটবাধা বরফ গলতে শুরু করলে, এর বিপুল পরিমাণ জলরাশির প্রবাহ নায়েগ্রা নদী সৃষ্টি করেছিল।

নায়েগ্রা নদী থেকে উৎপন্ন  নায়েগ্রা জলপ্রপাতের 'হর্স সু' অংশ।

নদীটি  হ্রদ এরিয়ে থেকে উৎপন্ন হয়ে কানাডার ওন্টারিও প্রদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক প্রদেশের মধ্যবর্তী নিচু ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী প্রবাহে রয়েছে বিখ্যাত নায়েগ্রা জলপ্রপাত। এরপর নদীটি দক্ষিণে প্রবাহিত হয়ে ওন্টারিও হ্রদে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার (৩৫ মাইল)।

এই নদীর উপরে দুটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। কানাডায় অবস্থিত এই জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম
Sir Adam Beck Hydroelectric Power Stations, মার্কিন যুক্তরাষ্ট্রের জলবিদ্যুৎ কেন্দ্রটির নামRobert Moses Niagara Power Plant। উভয় দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।

এই নদীর ভিতরে অনেক দ্বীপ আছে। এদের ভিতরে বড় দুটি দ্বীপ হলো Grand Island এবং Navy Island। এর ভিতরে গোট দ্বীপ (Goat Island) এবং ক্ষুদ্রাকার Luna Island নায়েগ্রা নদীকে তিনটি ভাগে ভাগ করেছে। এই বিভক্ত স্রোতধারা তিনটি জলপ্রপাতের সৃষ্টি করেছে। নায়েগ্রা জলপ্রপাত মূলত এই তিনটি জলপ্রপাতের নাম। এই তিনটি প্রপাতের নাম হর্স সু, ব্রিডাল ভেইল এবং আমেরিকান ফলস।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/