বাংলাদেশের
কাপ্তাই হ্রদ।
হ্রদ থেকে কোনো নদী প্রবাহিত হতে পারে বা নদী কোনো হ্রদে পতিত হতে পারে। হ্রদ
সরাসরিভাবে কোনো সাগর বা মহাসাগরের অংশ হিসাবে থাকে না। হ্রদ গভীরতা বা আয়তনে দীঘি
বা পুকুরের চেয়ে বহু বহু গুণ বড়। অধিকাংশ প্রাকৃতিক হ্রদ সৃষ্টি হয়েছিল
পৃথিবীর শেষ বরফযুগে
(প্লেইস্টোসিনে বরফযুগ)। পাহাড়ী অঞ্চলের হ্রদগুলোর পানির উৎস পাহাড়ি ঝর্না এবং বরফগলা পানি।
কিন্তু পাহাড় থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থিত হ্রদগুলোর পানির উৎস হিসেবে থাকে এক বা একাধিক নদী।
হ্রদের তালিকা
সূত্র :
http://en.wikipedia.org