জি-আন
বৃহৎ মসজিদ
(The Great Mosque of Xi'an)
চীনের শানসি (Shaanxi)
প্রদেশের রাজধানী জি-আন নগরীর ৩০ হুয়াজুয়ে গলিতে অবস্থিত এই মসজিদটি, চীনের বৃহৎ
মসজিদ নামে খ্যাত। এটি চীনের সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী মসজিদ হিসাব বিবেচিত হয়ে
থাকে। বর্তমানে এটি চীনের পুরাকীর্তি হিসাবে সংরক্ষণ করা হয়। তবে চীনের হুই
জাতিগোষ্ঠীর মুসলমানরা নামাজ পড়ার জন্য এই মসজিদটি ব্যবহার করে থাকেন।
সাধারণভাবে মসজিদের যে ধরনের স্থাপত্যনকশায়
নির্মাণ করা হয়, এই মসজিদটির নকশা তেমন নয়। সম্পূর্ণ চীনা স্থাপত্য কৌশল ও নকশায় এই
মসজিদটি নির্মিত। এই মসজিদে কোনো গুম্বুজ বা মিনার নেই। মসজিদের ভিতরে আরবি হরফে
কোরানের বাণী উৎকীর্ণ আছে। এছাড়া অলঙ্করণে কিছু আরবীয় শৈলী পাওয়া যায়। মূলত
বৌদ্ধ-প্যাগোডার আদলে মসজিদটি তৈরি করা হয়েছিল। এই মসজিদটি ২৪৮ দৈর্ঘ্য ও ৪৮ মিটার
প্রস্থ বিশিষ্ট স্থানের উপর মসজিদটি স্থাপিত হয়েছে। তবে এর বাইরের দেয়াল ঘেরা
স্থানের পরিমাণ ১২,০০০ বর্গমিটার। এই মসজিদে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ দিকে
দুটি প্রবেশপথ আছে। এর পূর্বদিকের দেওয়ালে পলিশ করা ইট ব্যবহার করা হয়েছে। কাঠ, ইট,
মার্বেল ইত্যাদির সমন্বয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।
সমগ্র মসজিদ এলাকা চারটি চত্বরে বিভক্ত। এর প্রথম চত্বরটিতে কাঠের খিলানযুক্ত একটি
নির্মাণশৈলী রয়েছে। এর উচ্চতা নয় মিটার। এর সাথে উজ্জ্বল সপ্তদশ শতাব্দীর টাইল
ব্যবহৃত হয়েছে। এই প্রথম খিলানের পাশে রয়েছে অপর ৩টি নির্মাণশৈলী। এর ভিতরে রয়েছে
মিং এবং কিং রাজবশীয় শাসনামলের আসাবাবপত্র। এর দ্বিতীয় চত্বরের কেন্দ্রস্থলে রয়েছে
একটি পাথুরে খিলান। এর সাথে যুক্ত ফলকে আরবি ক্যালিওগ্রাফি রয়েছে। এর চতুর্থ চত্বরে
রয়েছ বিশাল প্রার্থনা কক্ষ। এতে এক সাথে প্রায় ১ হাজার লোক নামজ পড়তে পারে।
এই মসজিদটি ৭৪২ খ্রিষ্টাব্দে থাং রাজবংশের শাসনামলে এই মসজিদটি তৈরি হয়েছিল। এরপর বিভিন্ন শাসনামলে এর অল্প-বিস্তর সংস্কার হয়েছে। তবে ১৩৯২ খ্রিষ্টাব্দে মিং রাজবংশ-এর শাসনামলে একজন চীনা নৌ-সেনাপতি (এডমিরাল) হাজি চেঙ হো এই মসজিদটি নতুনভাবে তৈরি করার উদ্দেশ্য ভিত্তি স্থাপন করেন। চীনা ইতিহাস থেকে জানা যায়, ১৫শ শতাব্দীতে এই মসজিদটির সংস্কার করা হয়। সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীর ভিতরের এই মসজদটি বহুবার সংস্কার হয়েছে।
প্রতিদিন বহু লোক এই মসজিদটি পরিদর্শনে আসেন। এর চতুর্থ চত্বরে প্রধান নামাজ ঘরে মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকের প্রবেশাধিকার নেই। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেসকো এই মসজিদটিকে মুসলিম ঐতিহয তালিকাভুক্ত করেছে।
সূত্র :
http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=9146
http://en.wikipedia.org/wiki/Great_Mosque_of_Xi'an