কাগেরিয়া নদী শ্বেত নীল নদ নাম নিয়ে মধ্য আফ্রিকার দক্ষিণ সুদান অঞ্চলে
প্রবেশ করেছে। এরপর এই নদ সুদানের রাজধানী খার্তুমে নীলাভ নীল নদের সাথে মিলিত হয়েছে।
উল্লেখ্য, নীলাভ নীল নদ
ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ
করেছে এবং শ্বেত নীলের সাথে মিলিত হয়েছে। এরপর এই
দুই নদের মিলিত স্রোত উত্তর দিকে প্রবাহিত হয়ে সুদানের আতবারাহ নগরের কাছে আতবারাহ
নদের সাথে মিলিত হয়েছে। এরপর নীলনদ সুদান সীমান্ত অতিক্রম করে মিশরের নাসের হ্রদের
সাথে মিলিত হয়েছে। এই হ্রদের উত্তরাংশ থেকে নীল নদ প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে কাছে বিশাল ব-দ্বীপ সৃষ্টি করে
ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
নীল নদের দৈর্ঘ প্রায় ৪,১৬০ মাইল (৬,৬৭০ কিলোমিটার)। এর সর্বোচ্চ প্রশস্ততা ১.৭
মাইল (২.৮ কিলোমিটার)। গড় গভীরতা ২৬-৩৬ ফুট (৮-১১ মিটার)
প্রাচীন মিশরের সভ্যতা নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মূলত মিশরের জনসংখ্যার
অধিকাংশ নীলনদের উপত্যকায় বসবাস করে। এবং এর বেশিরভাগ শহরের অবস্থান এই নদের তীরে।
সূত্র :