পূর্ব-বর্ধমান জেলা
ভারত প্রজাতন্ত্রের
পশ্চিমবঙ্গ নামক
প্রদেশের
বর্ধমান বিভাগের
একটি জেলা। এর সদর দফতর বর্ধমান বিভাগীয় শহর বর্ধমান।
২০১৭ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল প্রাক্তন বর্ধমান জেলা
বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়েছিল।
৪টি মহকুমা নিয়ে এই জেলা গঠিত।
এগুলো হলো- কালনা, কাটোয়া, বর্ধমান
সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ।
- বর্ধমান সদর
উত্তর।
- থানা: ৬টি।
বর্ধমান। মহিলা পিএস বর্ধমান, আইশগ্রাম, কুঁড়িকুঁড়ি, ভাটার ও গালসি
- ব্লক: ৭টি।
আইশগ্রাম-১।
আইশগ্রাম-২। ভাতার। বর্ধমান-১, বর্ধমান-২, গালসি-১ ও গালসি-২। এই ৭টি ব্লকে রয়েছে ৬৪টি গ্রাম পঞ্চায়েত। এগুলো হলো-
- আইশগ্রাম-১। গ্রাম পঞ্চায়েত ৭টি। অাইশগ্রাম, বিলগ্রাম, দীগনগর-১, দীগনগর-২, উক্তা, বেরেনদা, এবং গুসকারা।
- আইশগ্রাম-২। গ্রাম পঞ্চায়েত ৭টি। আমারপুর, এরাল, রামনগর,
ভিদিয়া, দেবশালা, কোটা এবং ভালকি।
- ভাতার। গ্রাম পঞ্চায়েত ১৪টি। আমারুন-১, আমারুন-২, বনপাশ,
এরুয়ার, সাহেবগঞ্জ-১, সাহেবগঞ্জ-২, বড়বেলুন-১, বড়বেলুন-২, মহাচাঁদ, বোলগোনা, মাহা, বামুনারা, ভাটার এবং নিত্যানন্দপুর।
-
বর্ধমান-১। গ্রাম পঞ্চায়েত ৯টি। বাঘার-১, বাঘার-২,
বেলকাশ, রায়ান-১, রায়ান-২, ক্ষেটিয়া, বান্দুল-১,
কুরমুন-১ ও সরাইতিকার।
- বর্ধমান-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। বৈকুণ্ঠপুর-১, বৈকুণ্ঠপুর-২, বারসুল-১, বারসুল-২ কুরমুন-২, নবস্থ-১,
নবস্থ-২, বান্দুল-২, গোবিন্দপুর।
- গালসি-১। গ্রাম পঞ্চায়েত ৯টি। বুদবুদ, লুয়াপুর
কৃষ্ণরামপুর, পারাজ, উঁচাগ্রাম, চাকান্তুল, পটনা, পূর্সা, লোয়া রামগোপালপুর,
মানকর এবং সেরোরাই।
- গালসি-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। আদ্রা, গোহগ্রাম,
মাসজিদপুর, ভুনরি, খানো, সাঙ্কো, গালসি, কুরকুবা এবং সতীননদী
- বর্ধমান সদর
উত্তর।
- থানা: ৫টি।
মেমোরি। জামালপুর, রায়না, মাধবদীহি, ও খন্দঘোষ
- ব্লক: ৭। মেমোরি-১, মেমোরি, জামালপুর, রায়না-১, রায়না-২ ও খন্দঘোষ। এই
৫টি ব্লকে রয়েছে ৫৮টি গ্রাম পঞ্চায়েত।
- খন্দঘোষ। গ্রাম পঞ্চায়েত ১০টি। বেরুগ্রাম, খন্দঘোষ,
শঙ্করী-১, শঙ্করী-২, উখ্রিদ, গোপালবেড়া, লডনা, কইয়ার, সাগ্রাই এবং সাসঙ্গা।
- জামালপুর। গ্রাম পঞ্চায়েত ১৩টি। আবুঝাটি-১, আবুঝাটি-২, চাকদিঘি,
জারোগ্রাম, পরাতাল-১, পরাতাল-২I, জামালপুর-১, জামালপুর-২, জ্যোতিশ্রম,
অজহাপুর, পাঁচরাহ, বেরুগ্রাম ও জৌগ্রাম
- মেমোরি-১। গ্রাম পঞ্চায়েত ১০টি। আমাদপুর, ডালুইবাজার-১, ডালুইবাজার-২,
গোপ-১, গোপ-২, গন্তর-১, গন্তর-২ , নিমো-১, নিমো-২, বাগিলা, দেবিপুর,
দুর্গাপুর এবং নিমো।
- মেমোরি-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। বড় পালসান-১, বড় পালসান-২,
বিজুর ১, বিজুর ২, কুচুট, , বোহর ১, বোহর ২, সাতগাছিয়া -১ ও
সাতগাছিয়া-২।
- রায়না-১। গ্রাম পঞ্চায়েত ৮টি। হিজলানা, নারুগ্রাম,
পালসোনা, সেহারা, মুগুরা, নাটু, রায়না এবং শ্যামসুন্দর।
- রায়না-২। গ্রাম পঞ্চায়েত ৮টি। অরুই, গোটান, পাহলনপুর, পেন্টা-১,
পেন্টা-২, বড়বাইনান, কাইতি, ও উচালান।
- কালনা
মহকুমা।
সদর দফতর কালনা শহর।
- থানা:
৪টি। নন্দনঘাট, পূর্বস্থালি কালনা সদর ও মন্তেশ্বর
- ব্লক:
৫টি। এগুলো হলো-
কালনা-১, কালনা-২, পূর্বস্থলী-১,
পূর্বস্থলী-২ ও মন্তেশ্বর। এই পাঁচটি ব্লকে ৪৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এগুলো হলো-
- কালনা-১। গ্রাম পঞ্চায়েত
৯টি। আটঘরিয়া সিমলান, ধাত্রীগ্রাম, কৃষ্ণদেবপুর, বাঘনপাড়া, হাটকলনা, নান্দাই, বেগপুর, কানকুরিয়া এবং সুলতানপুর।
- কালনা-২। গ্রাম পঞ্চায়েত
৮টি। অকালপৌস, বদলা, বড়ধামস, পিন্ডিরা, অনুখাল, বৈদ্যপুর, কল্যাণপুর এবং সাতগাছী।
- মান্তেশ্বর। গ্রাম পঞ্চায়েত
১৩টি। বাঘসন, কুসুমগ্রাম, মন্টেশ্বর, ভগ্রা মুলগ্রাম, বামুনপাড়া, মাঝেরগ্রাম, পিপালান, ডেনুর, মামুদপুর-১ পুটসুরি, জামনা, মামুদপুর-২ এবং শুশুনিয়া।
- পূর্বস্থালি
-১। সাতটি গ্রাম পঞ্চায়েত ৭টি। বগপুর, জাহাননগর, নসরতপুর, শ্রীরামপুর, দোগাছিয়া, নদনঘাট এবং সমুদ্রগড়।
- পূর্বস্থালি-২। গ্রাম পঞ্চায়েত
১০টি। ঝাউডাঙ্গা, মাজদিয়া, নিমদহ, পূর্বস্থালি, কালেখন্তলা-১, কালেখন্তলা-২, মেরতলা, পাটুলি, মুকসিমপাড়া এবং পিল্লা।
- কাটোয়া মহকুমা।
সদর দফতর কালনা শহর।
- থানা: ৩ টি থানা।
কাটোয়া সদর, মঙ্গালকোট ও কেতুগ্রাম।
- ব্লক: ৫টি ব্লক।
মঙ্গালকোট কেতুগ্রাম-১, কেতুগ্রাম-২, কাটোয়া-১ ও কাটিয়া-২। এই ব্লকগুলোর
অধীনে রয়েছে ৪৬টি গ্রামপঞ্চয়েত।
- কাটোয়া -১ ব্লক: গ্রাম পঞ্চায়েত
৯টি। আলমপুর, করজগ্রাম, সরগ্রাম, গিધাগ্রাম, খাজুরদিহি, শ্রীখণ্ড, গোয়াই, কোশিগ্রাম ও সুদপুর।
- কাটোয়া -২ ব্লক। গ্রাম পঞ্চায়েত
৭টি। অগ্রদ্বীপ, জগদানন্দপুর, পালসোনা, শ্রীবাতি, গাজীপুর, করুই এবং সিঙ্গি।
- কেতুগ্রাম-১
ব্লক। গ্রাম পঞ্চায়েত ৮টি। আগারডাঙা, বেরুগ্রাম, মুরগ্রাম - গোপালপুর, পান্ডুগ্রাম, আনখোনা,
জ্ঞানদাস কান্দারা, পালিতা এবং রাজুর।
- কেতুগ্রাম-২
ব্লক। গ্রাম পঞ্চায়েত ৭টি । বিলেশ্বর, কেতুগ্রাম, নবগ্রাম, সীতাহাটি, গঙ্গাতিকুরি, মওগ্রাম এবং নিরোল।
- মঙ্গোলকোট ব্লক।
গ্রাম পঞ্চায়েত ১৫টি। ভালুগ্রাম, ঝিলু, লখুরিয়া, পালিগ্রাম, চানক, কাইচর-১, কাইচর -২, মজিগ্রাম, শিমুলিয়া-১, শিমুলিয়া-২, গোটিস্তা, মঙ্গালকোট, ঝিলু, ক্ষীরগ্রাম এবং নিগান।
- ৫ টি পঞ্চায়েত সমিতি, ৪ 46 টি গ্রাম পঞ্চায়েত, ৩৮৮ রয়েছে মৌজা,
৩৭৩টি জনবহুল গ্রাম, ২ পৌরসভা এবং ১ জনগণনা শহর। পৌরসভাগুলি রয়েছে কাটোয়া এবং দাইনহাট। আদমশুমারি শহরটি হ'ল: পানুহাট।
সূত্র :
https://bn.wikiqube.net/wiki/Bardhaman_Sadar_South_subdivision