ষষ্ঠ অধিবেশন ১৮৯০
১৮৮৯ খ্রিষ্টাব্দে আগষ্ট কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার ফিরোজ শাহ মেহতা।
সপ্তম অধিবেশন ১৮৯১
১৮৯১ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে নাগপুরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন পি. আনন্দ চারলাপ্পা।
অষ্টম অধিবেশন ১৮৯২
১৮৯২ খ্রিষ্টাব্দে এলাহাবাদে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
নবম অধিবেশন ১৮৯৩
১৮৯৩ খ্রিষ্টাব্দে লাহোরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন দাদাভাই নওরোজি।
দশম অধিবেশন ১৮৯৪
১৮৯৪ খ্রিষ্টাব্দে মাদ্রাজে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন আলফ্রেড ওয়েব্ব।
১১শ অধিবেশন ১৮৯৫
১৮৯৫ খ্রিষ্টাব্দে পুনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১২শ অধিবেশন ১৮৯৬
১৮৯৬ খ্রিষ্টাব্দে কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন রহিমতুল্লাহ এম. সায়ানি।
১৩শ অধিবেশন ১৮৯৭
১৮৯৭ খ্রিষ্টাব্দে অমরাবতী-তে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার সি, শঙ্করান নায়ার।
১৪শ অধিবেশন ১৮৯৮
১৮৯৮ খ্রিষ্টাব্দে মাদ্রাজে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন আনন্দমোহন বসু।
১৫শ অধিবেশন ১৮৯৯
১৮৯৯ খ্রিষ্টাব্দে লখনউ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন রমেশচন্দ্র দত্ত।
১৬শ অধিবেশন ১৯০০
১৯০০ খ্রিষ্টাব্দে লাহোরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার নারায়ণ গণেশ চন্দ্রভারকার।
১৭শ অধিবেশন ১৯০১
১৯০১ খ্রিষ্টাব্দে কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার এডুলজি ওয়াচা।
১৮শ অধিবেশন ১৯০২
১৯০২ খ্রিষ্টাব্দে আহমেদাবাদে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৯শ অধিবেশন ১৯০৩
১৯০৩ খ্রিষ্টাব্দে মাদ্রাজে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন লালমোহন ঘোষ।
২০শ অধিবেশন ১৯০৪
১৯০৪ খ্রিষ্টাব্দে বোম্বাই-তে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার হেনরি কটন।
২১শ অধিবেশন ১৯০৫
১৯০৫ খ্রিষ্টাব্দে বারানসী-তে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে।
২২শ অধিবেশন ১৯০৬
১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন দাদাভাই নওরোজি।
২৩শ অধিবেশন ১৯০৭
১৯০৭ খ্রিষ্টাব্দে সুরাটে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন রাশবিহারী ঘোষ।
২৪শ অধিবেশন ১৯০৮
১৯০৮ খ্রিষ্টাব্দে মাদ্রাজ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন রাশবিহারী ঘোষ।
২৫শ অধিবেশন ১৯০৯
১৯০৯ খ্রিষ্টাব্দে লাহোরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন পণ্ডিত মদনমোহন।
২৬শ অধিবেশন ১৯১০
১৯১০ খ্রিষ্টাব্দে এলাহাবাদে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন স্যার ইউলিয়াম ওয়েড্ডার্বুন।
২৭শ অধিবেশন ১৯১১
১৯১১ খ্রিষ্টাব্দে কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন পণ্ডিত বিষাণ নারায়ণ দার।
২৮শ অধিবেশন ১৯১২
১৯১২ খ্রিষ্টাব্দে বঙ্কিপুর এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন রায় বাহাদুর রঘুনাথ, নরসিংহ মুদলগর।
২৯শ অধিবেশন ১৯১৩
১৯১৩ খ্রিষ্টাব্দে করাচি এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন নওয়াব সৈয়দ মুহম্মদ বাহাদুর।
৩০শ অধিবেশন ১৯১৪
১৯১৪ খ্রিষ্টাব্দে মাদ্রাজ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন ভূপেন্দ্রনাথ বসু।
৩১শ অধিবেশন ১৯১৫
১৯১৫ খ্রিষ্টাব্দে বোম্বাই এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
৩২শ অধিবেশন ১৯১৬
১৯১৬ খ্রিষ্টাব্দে লখনউ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন অম্বিকা চরণ মজুমদার।
৩৩শ অধিবেশন ১৯১৭
১৯১৭ খ্রিষ্টাব্দে কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন
এনি বেসান্ত।
৩৪শ অধিবেশন ১৯১৮
১৯১৮ খ্রিষ্টাব্দে দিল্লিতে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন পণ্ডিত মদনমোহন মালাভিয়া।
৩৫শ অধিবেশন ১৯১৮
১৯১৮ খ্রিষ্টাব্দে বোম্বাই-এ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন সৈয়দ হাসান ইমাম।
৩৬শ অধিবেশন ১৯১৯
১৯১৯ খ্রিষ্টাব্দে অমৃতসর-এ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন পণ্ডিত মতিলাল নেহেরু।
৩৭শ অধিবেশন ১৯২০
১৯২০ খ্রিষ্টাব্দের ৪ থেকে ৯ সেপ্টেম্বর কলকাতায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব
করেছিলেন লালা লাজপৎ রায়। এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন
মহাত্মা গান্ধী ও
জহরলাল
নেহেরু এই অধিবেশনে যোগদান করেন।
৩৮শ অধিবেশন ১৯২০
নাগপুরে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেছিলেন বিজয়
রাঘবচারিয়া ইসমাইলি।
৩৯শ অধিবেশন ১৯২০
আহমেদাবাদে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করে হাকিম আজিজুল খান
৪০শ অধিবেশন ১৯২০
ডিসেম্বর মাসে গয়াতে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেছিলেন
চিত্তরঞ্জন দাশ।
সূত্র: