জামুরিয়া
ভৌগোলিক স্থানাঙ্ক : ২৩.৭° উত্তর ৮৭.০৮° পূর্ব

ভারত প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম-বর্ধমান জেলা জেলার আসনসোল মহকুমার অন্তর্গত একটি ব্লক এবং থানা শহর। ব্লকের সদর দফতর জামুরিয়া শহরে অবস্থিত।

জামুরিয়া ব্লকের গ্রামীণ এলাকা ২৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল জামশোল, পুরাতন জামশোল, চকতুলুসী, বাহাদুরপুর, চাকদলা, ডোবরানা, মদনতোড়, সত্তোর, তালতোড়, বিজয়নগর, ধসল, তপসী, চিনচুরিয়া, হিজলগড়া, পাথরচুড়, লালবাজার, দরবারডাঙা, বারুল, শাঁখিড়-কুমারডিহা, বীরকুলটি, পরাশিয়া, চুরুলিয়া, কেন্দা ও শ্যামলাকেন্দা।  এই ব্লকের শহরাঞ্চল পরাশিয়া, কেন্দা ও কুনুস্তোরিয়া, সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত। ব্লকটি জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর থানার অধীনস্থ। ব্লকের সদর বাহাদুরপুর। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় এ ব্লকের একটি নামকরা বিদ্যালয়। এখানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও আছে