পশ্চিম বর্ধমান জেলা
ভৌগোলিক স্থানাঙ্ক : ২৩.৬৮° উত্তর ৮৬.৯৮° পূর্ব ।
ভারত প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের বর্ধমান বিভাগের একটি জেলা। ২০১৭ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল বর্ধমান নতুন জেলা হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণা হিসেবে এই জেলার অন্তর্ভুক্ত করা হয় আসনসোল ও দুর্গাপুর মহকুমা। এই জেলার সদর দপ্তর আসনসোল

বর্তমানে এই জেলার আয়তন ১,৬০৩ বর্গকিমি (৬১৯ বর্গমাইল)। ২০১১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুসারে জেলার লোক সংখ্যা ২৮,৮২,০৩১ জন। এর ভিতরে ১৪,৯৭,৪৭৯ (৫২%) জন পুরুষ এবং ১৩,৮৪,৪৫২ (৪৮%) জন নারী। জনঘনত্ব ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)। জেলার মোট জনসংখ্যার মধ্যে ২০,১৫,০৫৬ জন সাক্ষর। ধর্মের বিচারে জনসংখ্যা হলো- হিন্দু ২৪,৪২,৪১৪ জন (৮৪.৭৫%), ইসলাম ৩,৮৪,০২৭ জন (১৩.৩২%), খ্রিস্টান ১২,৬৩৬ জন (০.৪৪%) অন্যান্য ৪২,৯৫৪ জন (১.৪৯%)।

পশ্চিম বর্ধমান জেলার প্রধান ভাষা হল বাংলা ভাষা। বাংলা এই জেলার সরকারি বা দাপ্তরিক ভাষা। জন সংখ্যার বিচারে দ্বিতীয় ভাষা হলো হিন্দি। এরা মূলত কাজের সূত্রে ভারতের হিন্দিভাষী অঞ্চল থেকে এসে এখানে বসবাস শুরু করেছেন। এ ছাড়াও এখানকার সাঁওতালি এখানকার স্থানীয় আদিবাসী ভাষা হিসেবে প্রচলিত আছে।
 

সূত্র :
http://www.wbgov.com/
http://www.mapsofindia.com/