মাহিষ্মতী
ভারতের একটি প্রখ্যাত নগরী এবং  অবন্তী মহাজনপথের প্রাচীন ভারতের একটি প্রখ্যাত নগরী এবং  অবন্তী  মহাজনপথের উত্তরাংশের রাজধানী। ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মতে, মধ্যপ্রদেশের খরগোণ জেলার মহেশ্বর  শহরটিই হলো সেই প্রাচীন মাহিষ্মতী। এখানে খননকার্য চালিয়ে খ্রিষ্টপূর্ব যুগের অনেক প্রাচীন নিদর্শন ও মৃৎপাত্র পাওয়া গেছে, যা অবন্তী রাজ্যের সমৃদ্ধির সাক্ষ্য দেয়।

এই নগরীটি ছিল নর্মদা নদীর তীরে। এই নদীর কারণে নগরীটি প্রাকৃতিক সুরক্ষা পেত এবং জলপথের বাণিজ্যে বিশেষ সুবিধা ভোগ করত। রাজ প্রদ্যোতে শাসনামলে এ নগরীটিকে তিনি তাঙর রাজ্যের দক্ষিণাচঞ্চলের রাজধানী করেছিলেন। এটি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যাওয়ার প্রধান বাণিজ্য পথ বা 'দক্ষিণাপথ'-এর ওপর অবস্থিত ছিল। ফলে এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের সমাগম ঘটত।

পৌরাণিক বিবরণ অনুযায়ী, বিতীহোত্ররা ছিল বিখ্যাত হৈহয় বংশের একটি উপশাখা। হৈহয় বংশের আদি পুরুষ ছিলেন যদু বংশের রাজা কার্তবীর্য অর্জুন (সহস্রবাহু), যিনি মাহিষ্মতী নগরী থেকে শাসন করতেন। কার্তবীর্য অর্জুনের বংশধরদের মধ্যে পাঁচটি প্রধান শাখা ছিল, যার মধ্যে 'বিতীহোত্র' ছিল অন্যতম।

বর্তমান ভারতে এর পর্যটন কেন্দ্রগুলো হলো-