কিরগিজস্তান
এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত স্বাধীন দেশ। এর আনুষ্ঠানিক নাম কিরগিজ প্রজাতন্ত্র।

ভৌগোলিক অবস্থান: উত্তরে কাজাখস্তান, পূর্বে
চীন, দক্ষিণে চীন তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান
আয়তন: ১,৯৯,৯৫১ ব্ৱগ কিলোমিটার (৭৭,২০২ বর্গ মা‌ইল)
ভৌগোলিক স্থানাঙ্ক: ৪১°৫২' উত্তর ৭৫°৩৬' পূর্ব
রাজধানী: বিশকেক
সরকারী ভাষা:
কিরগিজ।
সহ-দাফ্তরিক ভাষা: রুশ
জনসংখ্যা: ২০২০ খ্রিষ্টাব্দ পর্যান্ত  আনুমানিক ৬৬,৮৬,৬০০
অন্যান্য ভাষা: উজবেক, উইঘুর, কিপছাক ইত্যাদি
 

পতাকা

প্রতীক

নৃগোষ্ঠী: ৭৩.৩% কিরগিজ, ১৪,৭% উজবেক, ৫.৫% রুশ, ০.৯% উইঘুর, ০.৯% তাজিক, ০.৭% তুর্কি, ২.৭% অন্যান্য।
ধর্ম: ৯০% ইসলাম, ৮% খ্রিষ্টান, ২% অন্যান্য
মাথাপিছু আয়: ৫,৫৭ ডলার (২০১৯)
 

তুর্কি কিরগিজ শব্দের অর্থ চল্লিশ। ধারণা করা হয় চল্লিশট তুর্কি গোষ্ঠীর একত্রিত সংঘের বসবাসের স্ধাণ হিসেবে কিরঘিজস্তান নামটি পরিচিতি লাভ করেছিল। খ্রিষ্টীয় নবম শতাব্দীর প্রথম দিকে এঁরা বর্তনা কিরগিজস্তান, মঙ্গোলয়া, রাশিয়া ও চীনের কিছু জুড়ে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। এই ঐতিহ্য অনুসরণে কিরগিজস্তানের পতাকায় চল্লিশটি সূর্য রাখা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় প্রতীকে এই রশ্মি সমম্বলিত সূর্য স্থান পেয়েছে।