সোয়াত উপত্যাকা
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া
প্রদেশের একটি জেলার নাম সোয়াত। এই জেলার প্রশাসনিক শহরের নাম সাইদু শরিফ। শহরটি
সোয়াত নদের তীরে অবস্থিত। শহরটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।
আনুমানিক খ্রিষ্টপূর্ব ২ হাজার বছর আগে এই অঞ্চলে প্রথম দ্রাবিড় গোষ্ঠীর লোকের বসতি
স্থাপন করেছিল। কালক্রমে এই অঞ্চলে রাজতন্ত্রের বিকাশ ঘটে এবং প্রাচীরবেষ্টিত নগরের
পত্তন হয়। খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে
আলেকজান্ডার এই নগরী দখল করেছিল।
এরপর বৌদ্ধ
শাসকরা এ অঞ্চলে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। বৌদ্ধ রাজা ইন্দ্রভূতির আমলে এখানে
তান্ত্রিক বৌদ্ধমতের বিকাশ ঘটে। এই অঞ্চলে প্রায় ১৪০০ বৌদ্ধস্তূপ ও বিহার তৈরি করা
হয়েছিল। বর্তমান ৪০০ বৌদ্ধ স্থাপনার সন্ধান পাওয়া যায়। এই উপত্যাকার ১৬০ কিলোমিটার
এলাকা জুড়ে এসকল বৌদ্ধ নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে।