আরেকিপা ক্র্যাটন
Arequipa-Antofalla

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমান আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চল, বলিভিয়ার পশ্চিমাঞ্চল , চিলির উত্তরাঞ্চল এবং পেরুর দক্ষিণাঞ্চল এই ক্র্যটনের উপর অবস্থিত। প্রায় ১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটনের সাথে আমাজোনিয়া ক্র্যাটনের সংঘাত হয়েছিল।  এর ফলে সানসাস পর্বতমালার উত্থান হয়েছিল।