আঁচ্
ক্রিয়ামূল।

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁচে আঁচেন আঁচেন আঁচ আঁচ্, আঁচিস আঁচি
ঘটমান আঁচছে আঁচছেন আঁচছেন আঁচছ আঁচছিস আঁচছি
পুরাঘটিত এঁচেছে এঁচেছেন এঁচেছেন এঁচেছ এঁচেছিস এঁচেছি
অনুজ্ঞা আঁচুক আঁচুন আঁচুন আঁচো আঁচ্  
অতীত সাধারণ আঁচল আঁচলেন আঁচলেন আঁচলে আঁচলি আঁচলাম
নিত্যবৃত্ত আঁচত আঁচতেন আঁচতেন আঁচতে আঁচতি আঁচতাম
ঘটমান আঁচছিল আঁচছিলেন আঁচছিলেন আঁচছিলে আঁচছিলি আঁচছিলাম
পুরাঘটিত এঁচেছিল এঁচেছিলেন এঁচেছিলেন এঁচেছিলে এঁচেছিলি এঁচেছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁচবে আঁচবেন আঁচবেন আঁচবে আঁচবি আঁচব
ঘটমান আঁচতে থাকবে আঁচতে থাকবেন আঁচতে থাকবেন আঁচতে থাকবে আঁচতে থাকবি আঁচতে থাকব
পুরাঘটিত এঁচে থাকবে এঁচে থাকবেন এঁচে থাকবেন এঁচে থাকবে এঁচে থাকবি এঁচে থাকব
অনুজ্ঞা আঁচবে আঁচবেন আঁচবেন এঁচো আঁচবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আঁচে আঁচেন আঁচেন আঁচ আঁচিস আঁচি
ঘটমান আঁচিতেছে আঁচিতেছেন আঁচিতেছেন আঁচিতেছ আঁচিতেছিস আঁচিতেছি
পুরাঘটিত আঁচিয়াছে আঁচিয়াছেন আঁচিয়াছেন আঁচিয়াছ আঁচিয়াছিস আঁচিয়াছি
অনুজ্ঞা আঁচুক আঁচুন আঁচুন আঁচিও আঁচিস  
অতীত সাধারণ আঁচিল আঁচিলেন আঁচিলেন আঁচিলে আঁচিলি আঁচিলাম
নিত্যবৃত্ত আঁচিত আঁচিতেন আঁচিতেন আঁচিতে আঁচিতিস আঁচিতাম
ঘটমান আঁচিতেছিল আঁচিতেছিলেন আঁচিতেছিলেন আঁচিতেছিলে আঁচিতেছিলি আঁচিতেছিলাম
পুরাঘটিত আঁচিয়াছিল আঁচিয়াছিলেন আঁচিয়াছিলেন আঁচিয়াছিলে আঁচিয়াছিলি আঁচিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ আঁচিবে আঁচিবেন আঁচিবেন আঁচিবে আঁচিবি আঁচিব
ঘটমান আঁচিতে থাকিবে আঁচিতে থাকিবেন আঁচিতে থাকিবেন আঁচিতে থাকিবে আঁচিতে থাকিবি আঁচিতে থাকিব
পুরাঘটিত আঁচিয়া থাকিবে আঁচিয়া থাকিবেন আঁচিয়া থাকিবেন আঁচিয়া থাকিবে আঁচিয়া থাকিবি আঁচিয়া থাকিব
অনুজ্ঞা আঁচিবে আঁচিবেন আঁচিবেন আঁচিয়ো আঁচিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : আঁচিতে, আঁচিলে, আঁচিয়া।          চলিত রীতি :  আঁচতে, আঁচলে, এঁচে