অর্হ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর
ভাবগত অর্থ হলো‒
পূজা করা।
এই ক্রিয়ামূলজাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
Öঅর্হ
(পূজা করা)+
অ
(অচ্) =অর্হ
দশন্ (দশ)-√অর্হ (পূজা
করা) +অ
(অণ্) =দশার্হ
Öঅর্হ
(পূজা করা)+অন্ (ল্যুট)=অর্হণ
সূত্র :
বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।