অর্জ্জ্
সংস্কৃত
ক্রিয়ামূল
Öঅর্জ্জ্> বাংলা
Öঅর্জ্।
বাংলাতে জ-এর দ্বিত্ব (জ্জ) বর্জিত হয়,
অর্থাৎ একটি জ ব্যবহৃত হয়।
যেমন- অর্জ্জ>অর্জ।
এর
ভাবগত অর্থ হলো-উপার্জন
করা।
এই ধাতু থেকে উৎপন্ন যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো। বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে।
যেমন-
Öঅর্জ
(উপার্জন করা) +অন =অর্জন (আয়)।
Öঅর্জ
(উপার্জন করা) +অক =অর্জক (আয়)।
√অর্জ্জ্
(অর্জন করা) +উন্ (উনন্)
=অর্জুন
এই ধাতু থেকে উত্পন্ন অর্ধ-তত্সম ধাতু হলো- আজ্জ সংস্কৃত অজ্জ (উপার্জন করা), আজ্জ>প্রাকৃত আজ্জ>বাংলা আজ্জ। (দেখুন : আজ্জ)।