চি
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো  একত্রিত করা, চয়ন করা  এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

         
চি (চয়ন করা) + অ (অচ্)=চয়
         
চি (চয়ন করা) +অন্ (ল্যুট)=চয়ন
         
চি (চয়ন করা) +অনীয় (অনীয়রঃ) =চয়নীয় (যা চয়নের যোগ্য)
           
চি (চয়ন করা) +  র (রক্)=চির

এই ক্রিয়ামূলের সাথে অ (ঘঞ্) প্রত্যয় যুক্ত হলে চ বর্ণটি 'ক'-তে পরিণত হয়।
           
চি (চয়ন করা) + অ (ঘঞ্)= কায়

এই ধাতু থেকে উত্পন্ন সাধিত ধাতু হলো অবচয়>অবচয়দেখুন : অবচয়
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু চায়ি {চি (চয়ন করা) +ণিচ}দেখুন : চায়ি