চট্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো ভেদ করা, বিদীর্ণ হওয়া, রেগে যাওয়া, ফেটে যাওয়া, চিড় ধরা, আরোহণ করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন কৃদন্তপদ ও ক্রিয়াপদ বাংলায় ব্যবহৃত হয়।

Öচট্ (ভেদ করা) +অক (ভুন্) =চটক
Ö
চট্ (ভেদ করা) +ত (ক্ত) =চটিত

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চটে চটেন চটেন চট চটি চটি
ঘটমান চটছে চটছেন চটছেন চটছ চটছিস চটছি
পুরাঘটিত চটেছে চটেছেন চটেছেন চটেছ চটেছিস চটেছি
অনুজ্ঞা চটু চটুন চটুন চট চট  
অতীত সাধারণ চটল চটলেন চটলেন চটলে চটলি চটলাম
নিত্যবৃত্ত চটত চটতেন চটতেন চটতে চটতি চটতাম
ঘটমান চটছিল চটছিলেন চটছিলেন চটছিলে চটছিলি চটছিলাম
পুরাঘটিত চটেছিল চটেছিলেন চটেছিলেন চটেছিলে চটেছিলি চটেছিলাম
ভবিষ্যৎ সাধারণ চটবে চটবেন চটবেন চটবে চটবি চটব
ঘটমান চটতে থাকবে চটতে থাকবেন চটতে থাকবেন চটতে থাকবে চটতে থাকবি চটতে থাকব
পুরাঘটিত চটে থাকবে চটে থাকবেন চটে থাকবেন চটে থাকবে চটে থাকবি চটে থাকব
অনুজ্ঞা চটবে চটবেন চটবেন চটো টিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চটে চটেন চটেন চট চটিস চটি
ঘটমান চটিতেছে চটিতেছেন চটিতেছেন চটিতেছ চটিতেছিস চটিতেছি
পুরাঘটিত চটিয়াছে চটিয়াছেন চটিয়াছেন চটিয়াছ চটিয়াছিস চটিয়াছি
অনুজ্ঞা চটুক চটুন চটুন চট চট  
অতীত সাধারণ চটিল চটিলেন চটিলেন চটিলে চটিলি চটিলাম
নিত্যবৃত্ত চটিত চটিতেন চটিতেন চটিতে চটিতিস চটিতাম
ঘটমান চটিতেছিল চটিতেছিলেন চটিতেছিলেন চটিতেছিলে চটিতেছিলি চটিতেছিলাম
পুরাঘটিত চটিয়াছিল চটিয়াছিলেন চটিয়াছিলেন চটিয়াছিলে চটিয়াছিলি চটিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ চটিবে চটিবেন চটিবেন চটিবে চটিবি চটিব
ঘটমান চটিতে থাকিবে চটিতে থাকিবেন চটিতে থাকিবেন চটিতে থাকিবে চটিতে থাকিবি চটিতে থাকিব
পুরাঘটিত চটিয়া থাকিবে চটিয়া থাকিবেন চটিয়া থাকিবেন চটিয়া থাকিবে চটিয়া থাকিবি চটিয়া থাকিব
অনুজ্ঞা টিবে চটিবেন চটিবেন চটিয়ো চটি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : চটিতে, চটিলে, চটিয়া।          চলিত রীতি :  চটতে, চটলে, চটে