দৃশ্
সংস্কৃত
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো- দেখা।
এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়।
যেমন-
√দৃশ
(দেখা) +
অক (ণক, ণ্বুল)
=দর্শক
√দৃশ
(দেখা) +
অন্ (অনট, ল্যুট)=দর্শন
√দৃশ
(দেখা) +
অনীয়
(অনীয়রঃ)
=দর্শনীয়
√দৃশ
(দেখা) +
ইন্ (ণিনি)
=দর্শী
√দৃশ
(দেখা) +
ক্বিপ্ (০)=দৃক্
√দৃশ
(দেখা) +তি (ক্তিন)=দৃষ্টি
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল
√দর্শি
{√দৃশ
(দেখা)
+ই
(ণিচ}
দেখুন :
√দর্শি
এই ধাতুর সাথে অ (কঞ্) প্রত্যয়যোগ দৃশ অবিকৃতভাবে অন্য পদের পরে কর্মবাচক পদ উত্পন্ন করে যেমন-
স (সমান) +Öদৃশ্ (দেখা) +অ (কঞ্)। কর্মবাচ্য। =সদৃশ্।
এই ধাতু জাত প্রত্যয়জাত সাধিত ধাতু হলো-Öজো, Öজোয়, Öদর্শি, Öদিদৃক্ষ্ , Öদেখ, Öদেখা, Öপেখ।