বাংলা ভাষায় দুটি অর্থে গা ক্রিয়ামূল ব্যবহৃত হয়ে থাকে।

১.সংস্কৃত ক্রিয়ামূল গাহ্ (মেরামত করা)। মূলত জাহাজ বা নৌকার  তক্তার সন্ধিস্থল শণ বা পাট দিয়ে মেরামত করা এই ধাতুজাত সকর্মক ক্রিয়ার সাধু রূপ- গাহ ধাতুজাত ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হতো যেমন- মোম ধুনা দিয়া সাধু গাহিল সাত নায়/কবিকঙ্কণ-চণ্ডী

 

২. সংস্কৃত গৈ (গান করা)। এর ভাবগত অর্থ হলো- গান করা

উভয় ক্রিয়ামূল থেকে সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়
গণ: স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, খা-আদি গণ: ১.২.১.২.১
নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো

 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

গায়

গান

গান

গাও

গা

গাই

ঘটমান

গাচ্ছে

গাচ্ছেন

গাচ্ছেন

গাচ্ছ

গাচ্ছিস

গাচ্ছি

পুরাঘটিত

গেয়েছে

গেয়েছেন

গেয়েছেন

গেয়েছ

গেয়েছিস

গেয়েছি

অনুজ্ঞা

গাক

গান

গান

গাও

গা

 

অতীত

সাধারণ

গেল

গেলেন

গেলেন

গেলে

গেলি

গেলাম

নিত্যবৃত্ত

গেত

গেতেন

গেতেন

গেতে

গেতি

গেতাম

ঘটমান

গাচ্ছিল

গাচ্ছিলেন

গাচ্ছিলেন

গাচ্ছিলে

গাচ্ছিলি

গাচ্ছিলাম

পুরাঘটিত

গেয়েছিল

গেয়েছিলেন

গেয়েছিলেন

গেয়েছিলে

গেয়েছিলি

গেয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

গাবে

গাবেন

গাবেন

গাবে

গাবি

গাব

ঘটমান

গেতে থাকবে

গেতে থাকবেন

গেতে থাকবেন

গেতে থাকবে

গেতে থাকবি

গেতে থাকব

পুরাঘটিত

গেয়ে থাকবে

গেয়ে থাকবেন

গেয়ে থাকবেন

গেয়ে থাকবে

গেয়ে থাকবি

গেয়ে থাকব

অনুজ্ঞা

গাবে

গাবেন

গাবেন

গেয়ো

গাস্, গাবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

গায়

গান

গান

গাও

গাইস

গাই

ঘটমান

গাইতেছে

গাইতেছেন

গাইতেছেন

গাইতেছ

গাইতেছিস

গাইতেছি

পুরাঘটিত

গাইয়াছে

গাইয়াছেন

গাইয়াছেন

গাইয়াছ

গাইয়াছিস

গাইয়াছি

অনুজ্ঞা

গাউক

গাউন

গাউন

গাইও

গাইস

 

অতীত

সাধারণ

গাইল

গাইলেন

গাইলেন

গাইলে

গাইলি

গাইলাম

নিত্যবৃত্ত

গাইত

গাইতেন

গাইতেন

গাইতে

গাইতিস

গাইতাম

ঘটমান

গাইতেছিল

গাইতেছিলেন

গাইতেছিলেন

গাইতেছিলে

গাইতেছিলি

গাইতেছিলাম

পুরাঘটিত

গাইয়াছিল

গাইয়াছিলেন

গাইয়াছিলেন

গাইয়াছিলে

গাইয়াছিলি

গাইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

গাইবে

গাইবেন

গাইবেন

গাইবে

গাইবি

গাইব

ঘটমান

গাইতে থাকিবে

গাইতে থাকিবেন

গাইতে থাকিবেন

গাইতে থাকিবে

গাইতে থাকিবি

গাইতে থাকিব

পুরাঘটিত

গাইয়া থাকিবে

গাইয়া থাকিবেন

গাইয়া থাকিবেন

গাইয়া থাকিবে

গাইয়া থাকিবি

গাইয়া থাকিব

অনুজ্ঞা

গাইবে

গাইবেন

গাইবেন

গাইও, গাইয়ো

গাইস, ইবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : গাইতে, গাইলে, গাইয়া।          চলিত রীতি :  গেতে, গেলে, গেয়ে


প্রাচীন বাংলায় এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের ভিন্নতর রূপ দেখা যায়। যেমন-


সূত্র :