হাস্
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস:
সংস্কৃত হাস্ (হাস্য করা)>মৈথিলি নামধাতু হংস, হস>বাংলা বাংলা হাস
ধাতুরূপ:
অকর্মক ক্রিয়ামূল।
ভাবগত অর্থ: হাস্য করা
ক্রিয়াপদ নমুনা: আমি হাসি।

গণ:
ব্যঞ্জনান্ত ৩:  আঁক গণ
উৎপন্ন প্রযোজক
ক্রিয়ামূল: হাসা
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হাসে হাসেন হাসেন হাস হা, হাসিস হাসি
ঘটমান হাসছে হাসছেন হাসছেন হাসছ হাসছিস হাসছি
পুরাঘটিত হেসেছে হেসেছেন হেসেছেন হেসেছ হেসেছিস হেসেছি
অনুজ্ঞা হাসুক হাসুন হাসুন হাসো হাস্  
অতীত সাধারণ হাসল হাসলেন হাসলেন হাসলে হাসলি হাসলাম
নিত্যবৃত্ত হাসত হাসতেন হাসতেন হাসতে হাসতি হাসতাম
ঘটমান হাসছিল হাসছিলেন হাসছিলেন হাসছিলে হাসছিলি হাসছিলাম
পুরাঘটিত হেসেছিল হেসেছিলেন হেসেছিলেন হেসেছিলে হেসেছিলি হেসেছিলাম
ভবিষ্যৎ সাধারণ হাসবে হাসবেন হাসবেন হাসবে হাসবি হাসব
ঘটমান হাসতে থাকবে হাসতে থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবে হাসতে থাকবি হাসতে থাকব
পুরাঘটিত হেসে থাকবে হেসে থাকবেন হেসে থাকবেন হেসে থাকবে হেসে থাকবি হেসে থাকব
অনুজ্ঞা হাসবে হাসবেন হাসবেন এঁকো হাসবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হাসে হাসেন হাসেন হাস হাসিস হাসি
ঘটমান হাসিতেছে হাসিতেছেন হাসিতেছেন হাসিতেছ হাসিতেছিস হাসিতেছি
পুরাঘটিত হাসিয়াছে হাসিয়াছেন হাসিয়াছেন হাসিয়াছ হাসিয়াছিস হাসিয়াছি
অনুজ্ঞা হাসুক হাসুন হাসুন হাসিও ি  
অতীত সাধারণ হাসিল হাসিলেন হাসিলেন হাসিলে হাসিলি হাসিলাম
নিত্যবৃত্ত হাসিত হাসিতেন হাসিতেন হাসিতে হাসিতিস হাসিতাম
ঘটমান হাসিতেছিল হাসিতেছিলেন হাসিতেছিলেন হাসিতেছিলে হাসিতেছিলি হাসিতেছিলাম
পুরাঘটিত হাসিয়াছিল হাসিয়াছিলেন হাসিয়াছিলেন হাসিয়াছিলে হাসিয়াছিলি হাসিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ হাসিবে হাসিবেন হাসিবেন হাসিবে হাসিবি হাসিব
ঘটমান হাসিতে থাকিবে হাসিতে থাকিবেন হাসিতে থাকিবেন হাসিতে থাকিবে হাসিতে থাকিবি হাসিতে থাকিব
পুরাঘটিত হাসিয়া থাকিবে হাসিয়া থাকিবেন হাসিয়া থাকিবেন হাসিয়া থাকিবে হাসিয়া থাকিবি হাসিয়া থাকিব
অনুজ্ঞা হাসিবে হাসিবেন হাসিবেন হাসিয়ো হাসিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : হাসিতে, হাসিলে, হাসিয়া।          চলিত রীতি :  হাসতে, হাসলে, হেসে