হাসা
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস:
সংস্কৃত হাস্ (হাস্য করা)>মৈথিলি নামধাতু হংস, হস>বাংলা বাংলা হাস্ (হাস্য করা)+আ=হাসা
ধাতুরূপ:
অকর্মক প্রযোজক ক্রিয়ামূল।
ভাবগত অর্থ: হাস্য করানো
ক্রিয়াপদ নমুনা: আমি হাসাই।

গণ:
ব্যঞ্জনান্ত ৩:  আঁকা-আদি গণ
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হাসা হাসান হাসান হাসা হাসা, হাসাস হাসাই
ঘটমান হাসাচ্ছে হাসাচ্ছেন হাসাচ্ছেন হাসাচ্ছ হাসাচ্ছিস হাসাচ্ছি
পুরাঘটিত আঁকিয়েছে আঁকিয়েছেন আঁকিয়েছেন আঁকিয়েছ আঁকিয়েছিস আঁকিয়েছি
অনুজ্ঞা হাসাক হাসান হাসান হাসাও হাসা, হাসাস  
অতীত সাধারণ হাসাল হাসালেন হাসালেন হাসালে হাসালি হাসালাম
নিত্যবৃত্ত হাসাত হাসাতেন হাসাতেন হাসাতে হাসাতি, হাসাতিস হাসাতাম
ঘটমান হাসাচ্ছিল হাসাচ্ছিলেন হাসাচ্ছিলেন হাসাচ্ছিলে হাসাচ্ছিলি হাসাচ্ছিলাম
পুরাঘটিত আঁকিয়েছিল আঁকিয়েছিলেন আঁকিয়েছিলেন আঁকিয়েছিলে আঁকিয়েছিলি আঁকিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ হাসাবে হাসাবেন হাসাবেন হাসাবে হাসাবি হাসাব
ঘটমান হাসাতে থাকবে হাসাতে থাকবেন হাসাতে থাকবেন হাসাতে থাকবে হাসাতে থাকবি হাসাতে থাকব
পুরাঘটিত আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবেন আঁকিয়ে থাকবে আঁকিয়ে থাকবি আঁকিয়ে থাকব
অনুজ্ঞা হাসাইও হাসাবেন হাসাবেন হাসায়ো হাসাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হাসায় হাসান হাসান হাসাও হাসাস হাসাই
ঘটমান হাসাইতেছে হাসাইতেছেন হাসাইতেছেন হাসাইতেছ হাসাইতেছিস হাসাইতেছি
পুরাঘটিত হাসাইয়াছে হাসাইয়াছেন হাসাইয়াছেন হাসাইয়াছ হাসাইয়াছিস হাসাইয়াছি
অনুজ্ঞা হাসাক হাসান হাসান হাসাও হাসা/হাসাস  
অতীত সাধারণ হাসাইল হাসাইলেন হাসাইলেন হাসাইলে হাসাইলি হাসাইলাম
নিত্যবৃত্ত হাসাইত হাসাইতেন হাসাইতেন হাসাইতে হাসাইতিস হাসাইতাম
ঘটমান হাসাইতেছিল হাসাইতেছিলেন হাসাইতেছিলেন হাসাইতেছিলে হাসাইতেছিলি হাসাইতেছিলাম
পুরাঘটিত হাসাইয়াছিল হাসাইয়াছিলেন হাসাইয়াছিলেন হাসাইয়াছিলে হাসাইয়াছিলি হাসাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ হাসাইবে হাসাইবেন হাসাইবেন হাসাইবে হাসাইবি হাসাইব
ঘটমান হাসাইতে থাকিবে হাসাইতে থাকিবেন হাসাইতে থাকিবেন হাসাইতে থাকিবে হাসাইতে থাকিবি হাসাইতে থাকিব
পুরাঘটিত হাসাইয়া থাকিবে হাসাইয়া থাকিবেন হাসাইয়া থাকিবেন হাসাইয়া থাকিবে হাসাইয়া থাকিবি হাসাইয়া থাকিব
অনুজ্ঞা হাসাই হাসাইবেন হাসাইবেন হাসাইয়ো হাসাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : হাসাইতে, হাসাইলে, হাসাইয়া।          চলিত রীতি :  হাসাতে, হাসালে, আঁকিয়ে