ক (কন্)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন

মূলত এই প্রত্যয়টির মূলরূপ কন্ এই প্রত্যয়ের 'ন' ইৎ হয়, এবং 'ক' ধ্বনি বজায় থাকে। এই প্রত্যয় যুক্ত হওয়ার ক্ষেত্রে যে সকল বিধি অনুসৃত হয়, তা হলো

কর্তৃবাচ্যে স্বার্থে বা অল্পার্থে এই প্রত্যয় ব্যবহৃত হয় এবং বিশেষ্য পদ ও ক্লীবলিঙ্গ হয়।  যেমন
            বিশেষ্য   
{অংশ + ক (কন্), স্বার্থে, কর্তৃবাচ্য{ক্লীবলিঙ্গ}=অংশক (দিন)
            বিশেষ্য   
{অংশু + ক (কন্), অল্পার্থে, কর্তৃবাচ্য{ক্লীবলিঙ্গ}=অংশু 

এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে থাকে, তার তালিকা- অংশক, অংশুক, কপর্দক, ফলক ।