কপর্দক
বানান বিশ্লেষণ:
ক্+অ+প্+অ+র্+দ্+অ+ক্+অ।
উচ্চারণ:
[ক.পোর্দ্.দোক্]
[kɔ.pord̪.d̪ok]
ক.পোর্দ্.দোক্ [অর্ধ-বিবৃত ক উচ্চারিত হবে। এর পর্দ-এর র্দ অংশ র-ফলার জন্য দ্বিত্ব হবে। ফলে, পর্দ হবে পর্দ্.দো। মধ্যবর্তী প ধ্বনি পো হওয়ায় উচ্চারিত হবে পোর্দ.অবশিষ্ট দ ধ্বনি শেষের ক ধ্বনির সাথে যুক্ত হয়ে দোক্ ধ্বনি তৈরি করবে।]
শব্দ-উৎস: সংস্কৃত
कपर्द्दक (কপর্দ্দক)>বাংলা
কপর্দক।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: কপর্দ
ক
(গঙ্গাজল)
+পৃ
(পূরণ
করা)+ বিচ্ (ভাবার্থে)=কপর্ +দ (প্রদান) +ক্
(কন্)
শব্দ-উৎস: সংস্কৃত কপর্দ +ক্ (কন্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {গ্যাস্ট্রোপোডা | মোলাস্কা | অমেরুদণ্ডী প্রাণী | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: মোলাস্কা পর্বের এক প্রকার সামুদ্রিক প্রাণী। এই প্রাণীর শক্ত খোলসকে কপর্দ্দ বলা হয়। [দেখুন: কড়ি (জীববিজ্ঞান)]
সমার্থক শব্দাবলি: কড়ি, কপর্দ।
ইংরেজি: Cowry, cowrie
২. ঊর্ধ্বক্রমবাচকতা {| বিনিময়-মাধ্যম | মানদণ্ড | অভিসম্বন্ধ | নির্দেশক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: এমন কোনো মাধ্যম, যার দ্বারা সকল দ্রব্যের বিনিময় মান নির্ধিরত হয় এবং ওই মাধ্যমের মান সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে ওই বিনিময় মাধ্যম সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সুনির্দিষ্ট একটি দেশের বিচারে এই মাধ্যমের মান রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত থাকে। প্রাচীন ভারতে মোলাস্কা পর্বের কপর্দ নামক প্রাণীর খোলসকে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কালক্রমে মুদ্রার অপর নাম হয়ে দাঁড়ায় কপর্দ।
দেখুন : মুদ্রা (অর্থনীতি)
সমার্থক শব্দাবলি: অর্থ, কড়ি, কপর্দ, মুদ্রা, টঙ্ক, টাকা।
ইংরেজি: Cowry, cowrie
যৌগিক শব্দাবলি: কপর্দকশূন্য, কপর্দকশূন্য