মুদ্রা
বানান বিশ্লেষণ : ম্+উ+দ্ +দ্+র্ +আ
উচ্চারণ :
mud̪.d̪ra (মুদ্.দ্রা)।

এই শব্দে র-ফলাযুক্ত দ (দ্র), হওয়ার কারণে দ (দ্.দ্র) দুইবার উচ্চারিত হবে। প্রথম 'দ্' মু-এর সাথে যুক্ত হয়ে 'মুদ্‌' অক্ষর সৃষ্টি করবে। দ্বিতীয় দ্র এর সাথে আকার যুক্ত হয়ে দ্রা অক্ষর তৈরি করবে।

শব্দ-উৎস : সংস্কৃত मुद्रा (মুদ্রা)>বাংলা মুদ্রা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : মুদ্ (চিহ্নিত করা) +র (রক্), করণবাচ্য + আ (টাপ্)
   ১.
পদ : বিশেষ্য

১.১. ঊর্ধ্বক্রমবাচকতা { | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ : ভারতীয় যোগাসন ব্যবহৃত হস্ত ও দেহভঙ্গিমা এবং নৃত্যকর্মে অঙ্গুলিসহ হাতের শৈল্পিক বিন্যাসএই বিচারে মুদ্রাকে দুটি ভাগে ভাগ করা যায়। ভাগ দুটি হলো- যোগশাস্ত্রে ব্যবহৃত মুদ্রা,  ও নৃত্য শাস্ত্রে ব্যবহৃত মুদ্রা
ইংরেজি :
mudra

১.২.
ঊর্ধ্বক্রমবাচকতা { | সিল | সিলমোহর | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ : কোনো প্রতীকী ছাপ কোনো বিশেষ নথি বা এই জাতীয় উপকরণের উপর প্রদেয় ছাপ।
ইংরেজি :
seal


১.৩.
ঊর্ধ্বক্রমবাচকতা { | অলঙ্করক-আলেখন | আলেখন | অলঙ্করণ-সামগ্রী | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ : যে উপকরণ দ্বারা কোনো প্রতীকী ছাপ কোনো বিশেষ নথি বা এই জাতীয় উপকরণের উপর ছাপ দেওয়া হয়। সাধারণত নাম লেখা কোনো সিল বা আংটি যা ছাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়।

ইংরেজি : seal, stamp


১.৪. 
ঊর্ধ্বক্রমবাচকতা {| বিনিময়-মাধ্যম | মানদণ্ড | অভিসম্বন্ধ | নির্দেশক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ : এমন কোনো মাধ্যম, যার দ্বারা সকল দ্রব্যের বিনিময় মান নির্ধিরত হয় এবং ওই মাধ্যমের মান সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে ওই বিনিময় মাধ্যম সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সুনির্দিষ্ট একটি দেশের বিচারে এই মাধ্যমের মান রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত থাকে।
              দেখুন : মুদ্রা (অর্থনীতি)

সমার্থক শব্দাবলি : অর্থ, কড়ি, কপর্দ, মুদ্রা, টঙ্ক, টাকা।

২. বিশেষণ
২.১.
অর্থ : কথা বলার সময় একই শব্দ বার উল্লেখ করা। (মুদ্রাদোষ)
২.২.
অর্থ : কোনো সিল দ্বারা কোনো বিশেষ আলেখনের ছাপ দেওয়া হয়েছে এমন।
                  মুদ্রিত, অঙ্কিত।