কাট
সংস্কৃত ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়ামূল। সংস্কৃত কৃৎ (ছেদন করা)>প্রাকৃত কট্ট>বাংলা কাট‌
এর ভাবগত অর্থ হলো-
কেটে ফেলা, কাটা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদ-সহ অন্যান্য পদ তৈরি হয়ে থাকে। যেমন-
                           
কাট্ (ছেদন করা) +=কাট্য

সকর্মক ক্রিয়া হিসাবে, এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলো যে সকল অর্থে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো-
১. ছিন্ন করা বা কর্তন করা (কাগজ কাটলাম, ধান কেটেছি, ইঁদুরে কাপড় কেটেছে)
২. দংশন করা (সাপে কেটেছ)
৩. আবরণ মোচন করা, অপসারণ করা (চোখের ছানি কেটেছি, মেঘে কেটে গেছে)
৪. সঞ্চালিত করে চলে (জল কেটে নৌকা চলে গেলে)
৫. বাতিল করা, অশুদ্ধ নির্দেশ করা (ভুল বানান কেটে দাও)
৬. সম্পর্ক নষ্ট হওয়া। (বন্ধুত্ব কেটে গেছে)

৭. গণিতে সাধরণভাবে গ্রহণ করা যায়, এমন বিভাজ্য মান বাদ দেওয়া। (হর ও লবের ৪ সংখ্যাক মান কাটা গেল)

৮. পরিস্কার করা। (সাবানে ময়লা কাটে)
৯. খোদিত করা (কাঠে নকশা কাটা হয়ে গেছে)
১০. নকশা করা (কাপড়ে ফুলের নকশা কাটলাম)
১১. অপ্রমাণ করা, খণ্ডন করা (তর্ক করে যুক্তি কাটেছি)।

১২. ধ্বসে পড়া, বন্ধন মুক্ত হওয়া (বাঁধ কেটে জল বের হয়ে যাওয়া)
১৩. ভুল বা সন্দেহ মুক্ত হওয়া (মনের ভুল কেটে গেছে)
১৪. সময় অতবাহিত হওয়া (দিন কেটে যাচ্ছে)

১৫. দাগাদাগি করা (কাগজে দাগ কেটে ভরেছে)।

১৬. বিক্রয় করা (এই মাল বাজারে ভালই কাটবে)

১৭. সরে পড়া (চোর মালামাল নিয়ে কেটে পড়েছে)
 

এই ধাতু থেকে উৎপন্ন হয়েছে প্রযোজক ধাতু কাটা {কাট্ (ছেদন করা) +} দেখুন : কাটা


এই ধাতু থেকে বাংলা সকর্মক ক্রিয়া উৎপন্ন হয়ে থাকে
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

কাটে

কাটেন

কাটেন

কাট

কাট্, কাটিস

কাটি

ঘটমান

কাটছে

কাটছেন

কাটছেন

কাটছ

কাটছিস

কাটছি

পুরাঘটিত

কেটেছে

কেটেছেন

কেটেছেন

কেটেছ

কেটেছিস

কেটেছি

অনুজ্ঞা

কাটুক

কাটুন

কাটুন

কাটো

কাট্, কাটিস

 

অতীত

সাধারণ

কাটল

কাটলেন

কাটলেন

কাটলে

কাটলি

কাটলাম

নিত্যবৃত্ত

কাটত

কাটতেন

কাটতেন

কাটতে

কাটতি

কাটতাম

ঘটমান

কাটছিল

কাটছিলেন

কাটছিলেন

কাটছিলে

কাটছিলি

কাটছিলাম

পুরাঘটিত

কেটেছিল

কেটেছিলেন

কেটেছিলেন

কেটেছিলে

কেটেছিলি

কেটেছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

কাটবে

কাটবেন

কাটবেন

কাটবে

কাটবি

কাটব

ঘটমান

কাটতে থাকবে

কাটতে থাকবেন

কাটতে থাকবেন

কাটতে থাকবে

কাটতে থাকবি

কাটতে থাকব

পুরাঘটিত

কেটে থাকবে

কেটে থাকবেন

কেটে থাকবেন

কেটে থাকবে

কেটে থাকবি

কেটে থাকব

অনুজ্ঞা

কাটবে

কাটবেন

কাটবেন

কেটো

কাটবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

কাটে

কাটেন

কাটেন

কাট

কাটিস

কাটি

ঘটমান

কাটিতেছে

কাটিতেছেন

কাটিতেছেন

কাটিতেছ

কাটিতেছিস

কাটিতেছি

পুরাঘটিত

কাটিয়াছে

কাটিয়াছেন

কাটিয়াছেন

কাটিয়াছ

কাটিয়াছিস

কাটিয়াছি

অনুজ্ঞা

কাটুক

কাটুন

কাটুন

কাটিও

কাটিস

 

অতীত

সাধারণ

কাটিল

কাটিলেন

কাটিলেন

কাটিলে

কাটিলি

কাটিলাম

নিত্যবৃত্ত

কাটিত

কাটিতেন

কাটিতেন

কাটিতে

কাটিতিস

কাটিতাম

ঘটমান

কাটিতেছিল

কাটিতেছিলেন

কাটিতেছিলেন

কাটিতেছিলে

কাটিতেছিলি

কাটিতেছিলাম

পুরাঘটিত

কাটিয়াছিল

কাটিয়াছিলেন

কাটিয়াছিলেন

কাটিয়াছিলে

কাটিয়াছিলি

কাটিয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

কাটিবে

কাটিবেন

কাটিবেন

কাটিবে

কাটিবি

কাটিব

ঘটমান

কাটিতে থাকিবে

কাটিতে থাকিবেন

কাটিতে থাকিবেন

কাটিতে থাকিবে

কাটিতে থাকিবি

কাটিতে থাকিব

পুরাঘটিত

কাটিয়া থাকিবে

কাটিয়া থাকিবেন

কাটিয়া থাকিবেন

কাটিয়া থাকিবে

কাটিয়া থাকিবি

কাটিয়া থাকিব

অনুজ্ঞা

কাটিবে

কাটিবেন

কাটিবেন

কাটিয়ো

কাটিবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কাটিতে, কাটিলে, কাটিয়া।          চলিত রীতি :  কাটতে, কাটলে, কেটে


কাটা [কাটা]  [ka.ʈa]
১. সংস্কৃত কৃৎ (ছেদন করা)>প্রাকৃত কট্ট>বাংলা কাট্‌ +আ=Öকাটা এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ উৎপন্ন হয় কাল, পুরুষ, সাধু/চলিত রীতি অনুসারে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো 
 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

কাটা

কাটান

কাটান

কাটা

কাটা, কাটাস

কাটাই

ঘটমান

কাটাচ্ছে

কাটাচ্ছেন

কাটাচ্ছেন

কাটাচ্ছ

কাটাচ্ছিস

কাটাচ্ছি

পুরাঘটিত

কাটিয়েছে

কাটিয়েছেন

কাটিয়েছেন

কাটিয়েছ

কাটিয়েছিস

কাটিয়েছি

অনুজ্ঞা

কাটাক

কাটান

কাটান

কাটাও

কাটা, কাটাস

 

অতীত

সাধারণ

কাটাল

কাটালেন

কাটালেন

কাটালে

কাটালি

কাটালাম

নিত্যবৃত্ত

কাটাত

কাটাতেন

কাটাতেন

কাটাতে

কাটাতি, কাটাতিস

কাটাতাম

ঘটমান

কাটাচ্ছিল

কাটাচ্ছিলেন

কাটাচ্ছিলেন

কাটাচ্ছিলে

কাটাচ্ছিলি

কাটাচ্ছিলাম

পুরাঘটিত

কাটিয়েছিল

কাটিয়েছিলেন

কাটিয়েছিলেন

কাটিয়েছিলে

কাটিয়েছিলি

কাটিয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

কাটাবে

কাটাবেন

কাটাবেন

কাটাবে

কাটাবি

কাটাব

ঘটমান

কাটাতে থাকবে

কাটাতে থাকবেন

কাটাতে থাকবেন

কাটাতে থাকবে

কাটাতে থাকবি

কাটাতে থাকব

পুরাঘটিত

কাটিয়ে থাকবে

কাটিয়ে থাকবেন

কাটিয়ে থাকবেন

কাটিয়ে থাকবে

কাটিয়ে থাকবি

কাটিয়ে থাকব

অনুজ্ঞা

কাটাবে

কাটাবেন

কাটাবেন

কাটায়ো

কাটাবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

কাটায়

কাটান

কাটান

কাটাও

কাটাস

কাটাই

ঘটমান

কাটাইতেছে

কাটাইতেছেন

কাটাইতেছেন

কাটাইতেছ

কাটাইতেছিস

কাটাইতেছি

পুরাঘটিত

কাটাইয়াছে

কাটাইয়াছেন

কাটাইয়াছেন

কাটাইয়াছ

কাটাইয়াছিস

কাটাইয়াছি

অনুজ্ঞা

কাটাউক

কাটাউন

কাটাউন

কাটাইও

কাটাইস

 

অতীত

সাধারণ

কাটাইল

কাটাইলেন

কাটাইলেন

কাটাইলে

কাটাইলি

কাটাইলাম

নিত্যবৃত্ত

কাটাইত

কাটাইতেন

কাটাইতেন

কাটাইতে

কাটাইতিস

কাটাইতাম

ঘটমান

কাটাইতেছিল

কাটাইতেছিলেন

কাটাইতেছিলেন

কাটাইতেছিলে

কাটাইতেছিলি

কাটাইতেছিলাম

পুরাঘটিত

কাটাইয়াছিল

কাটাইয়াছিলেন

কাটাইয়াছিলেন

কাটাইয়াছিলে

কাটাইয়াছিলি

কাটাইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

কাটাইবে

কাটাইবেন

কাটাইবেন

কাটাইবে

কাটাইবি

কাটাইব

ঘটমান

কাটাইতে থাকিবে

কাটাইতে থাকিবেন

কাটাইতে থাকিবেন

কাটাইতে থাকিবে

কাটাইতে থাকিবি

কাটাইতে থাকিব

পুরাঘটিত

কাটাইয়া থাকিবে

কাটাইয়া থাকিবেন

কাটাইয়া থাকিবেন

কাটাইয়া থাকিবে

কাটাইয়া থাকিবি

কাটাইয়া থাকিব

অনুজ্ঞা

কাটাইবেন

কাটাইবেন

কাটাইবেন

কাটাইয়ো

কাটাইবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কাটাইতে, কাটাইলে, কাটাইয়া।          চলিত রীতি :  কাটাতে, কাটালে, কাটিয়ে