ক্ষেপ্
সংস্কৃত
√ক্ষিপ্
+
অ (ঘঞ্)=ক্ষেপ>বাংলা√ক্ষেপ্।
ক্রিয়াপদ উৎপাদক
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-
ক্ষিপ্ত
হওয়া।
এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে।
যেমন―ক্রুদ্ধ হইয়া চরণে ক্ষেপিল তাহারে/মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
এই ধাতু থেকে উৎপন্ন প্রযোজক ধাতু হলো-
√ক্ষেপা।
এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়। নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।
চলিত রূপ |
|||||||
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
||||
সাধারণ |
সম্ভ্রমাত্মক |
সম্ভ্রমাত্মক |
সাধারণ |
তুচ্ছ |
আমি |
||
বর্তমান |
সাধারণ |
ক্ষেপে |
ক্ষেপেন |
ক্ষেপেন |
ক্ষেপ |
ক্ষেপিস |
ক্ষেপি |
ঘটমান |
ক্ষেপছে |
ক্ষেপছেন |
ক্ষেপছেন |
ক্ষেপছ |
ক্ষেপছিস |
ক্ষেপছি |
|
পুরাঘটিত |
ক্ষেপেছে |
ক্ষেপেছেন |
ক্ষেপেছেন |
ক্ষেপেছ |
ক্ষেপেছিস |
ক্ষেপেছি |
|
অনুজ্ঞা |
ক্ষেপুক |
ক্ষেপুন |
ক্ষেপুন |
ক্ষেপো |
ক্ষেপ, ক্ষেপিস |
||
অতীত |
সাধারণ |
ক্ষেপল |
ক্ষেপলেন |
ক্ষেপলেন |
ক্ষেপলে |
ক্ষেপলি |
ক্ষেপলাম |
নিত্যবৃত্ত |
ক্ষেপত |
ক্ষেপতেন |
ক্ষেপতেন |
ক্ষেপতে |
ক্ষেপতি |
ক্ষেপতাম |
|
ঘটমান |
ক্ষেপছিল |
ক্ষেপছিলেন |
ক্ষেপছিলেন |
ক্ষেপছিলে |
ক্ষেপছিলি |
ক্ষেপছিলাম |
|
পুরাঘটিত |
ক্ষেপেছিল |
ক্ষেপেছিলেন |
ক্ষেপেছিলেন |
ক্ষেপেছিলে |
ক্ষেপেছিলি |
ক্ষেপেছিলাম |
|
ভবিষ্যৎ |
সাধারণ |
ক্ষেপবে |
ক্ষেপবেন |
ক্ষেপবেন |
ক্ষেপবে |
ক্ষেপবি |
ক্ষেপব |
ঘটমান |
ক্ষেপতে থাকবে |
ক্ষেপতে থাকবেন |
ক্ষেপতে থাকবেন |
ক্ষেপতে থাকবে |
ক্ষেপতে থাকবি |
ক্ষেপতে থাকব |
|
পুরাঘটিত |
ক্ষেপে থাকবে |
ক্ষেপে থাকবেন |
ক্ষেপে থাকবেন |
ক্ষেপে থাকবে |
ক্ষেপে থাকবি |
ক্ষেপে থাকব |
|
অনুজ্ঞা |
ক্ষেপবে |
ক্ষেপবেন |
ক্ষেপবেন |
ক্ষেপো |
ক্ষেপবি |
||
সাধু রূপ |
|||||||
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
||||
সাধারণ |
সম্ভ্রমাত্মক |
সম্ভ্রমাত্মক |
সাধারণ |
তুচ্ছ |
আমি |
||
বর্তমান |
সাধারণ |
ক্ষেপে |
ক্ষেপেন |
ক্ষেপেন |
ক্ষেপ |
ক্ষেপিস |
ক্ষেপি |
ঘটমান |
ক্ষেপিতেছে |
ক্ষেপিতেছেন |
ক্ষেপিতেছেন |
ক্ষেপিতেছ |
ক্ষেপিতেছিস |
ক্ষেপিতেছি |
|
পুরাঘটিত |
ক্ষেপিয়াছে |
ক্ষেপিয়াছেন |
ক্ষেপিয়াছেন |
ক্ষেপিয়াছ |
ক্ষেপিয়াছিস |
ক্ষেপিয়াছি |
|
অনুজ্ঞা |
ক্ষেপুক |
ক্ষেপুন |
ক্ষেপুন |
ক্ষেপো |
ক্ষেপিস |
||
অতীত |
সাধারণ |
ক্ষেপিল |
ক্ষেপিলেন |
ক্ষেপিলেন |
ক্ষেপিলে |
ক্ষেপিলি |
ক্ষেপিলাম |
নিত্যবৃত্ত |
ক্ষেপিত |
ক্ষেপিতেন |
ক্ষেপিতেন |
ক্ষেপিতে |
ক্ষেপিতিস |
ক্ষেপিতাম |
|
ঘটমান |
ক্ষেপিতেছিল |
ক্ষেপিতেছিলেন |
ক্ষেপিতেছিলেন |
ক্ষেপিতেছিলে |
ক্ষেপিতেছিলি |
ক্ষেপিতেছিলাম |
|
পুরাঘটিত |
ক্ষেপিয়াছিল |
ক্ষেপিয়াছিলেন |
ক্ষেপিয়াছিলেন |
ক্ষেপিয়াছিলে |
ক্ষেপিয়াছিলি |
ক্ষেপিয়াছিলাম |
|
ভবিষ্যৎ |
সাধারণ |
ক্ষেপিবে |
ক্ষেপিবেন |
ক্ষেপিবেন |
ক্ষেপিবে |
ক্ষেপিবি |
ক্ষেপিব |
ঘটমান |
ক্ষেপিতে থাকিবে |
ক্ষেপিতে থাকিবেন |
ক্ষেপিতে থাকিবেন |
ক্ষেপিতে থাকিবে |
ক্ষেপিতে থাকিবি |
ক্ষেপিতে থাকিব |
|
পুরাঘটিত |
ক্ষেপিয়া থাকিবে |
ক্ষেপিয়া থাকিবেন |
ক্ষেপিয়া থাকিবেন |
ক্ষেপিয়া থাকিবে |
ক্ষেপিয়া থাকিবি |
ক্ষেপিয়া থাকিব |
|
অনুজ্ঞা |
ক্ষেপিবে |
ক্ষেপিবেন |
ক্ষেপিবেন |
ক্ষেপিয়ো |
ক্ষেপিবি |
||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : ক্ষেপিতে, ক্ষেপিলে, ক্ষেপিয়া। চলিত রীতি : ক্ষেপতে, ক্ষেপলে, ক্ষেপে |