ক্রম্
সংস্কৃত ক্রিয়ামূল
এর ভাবগত অর্থ হলো– ভাগ করা, বিতরণ করা, অংশভাগ দেওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।
√ক্রম্
(গমন করা) +
অ
(ঘঞ্)=ক্রম।
√ক্রম্
(গমন করা) +
অক (ণ্বুল)=ক্রামক
√ক্রম্
(গমন করা) +
অন্
(ল্যুট)
=ক্রমণ।
√ক্রম্
(গমন করা) +অনীয়
(অনীয়রঃ)=ক্রমণীয়।
√ক্রম্
(গমন করা) +ত
(ক্ত)=ক্রান্ত।
√ক্রম্
(গমন করা) +তি
(ক্তিন্)=ক্রান্তি
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল- ক্রমি {√ক্রম্
(গমন করা) + ণিচ্)}
অতি উপসর্গ
যোগে এই ধাতু থেকে সাধিত ধাতু
√অতিক্রম
।
দেখুন : অতিক্রম।