সংস্কৃত ছন্দ।
অক্ষর সংখ্যা ১২।
মাত্রা সংখ্যা ৭
গণবিন্যাস= 'স ল গ'।
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী' [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা
১৫] গ্রন্থের ৬ষ্ঠ বৃ্ত্তির ২য় ছন্দ 'প্রিয়া'। এই ছন্দের
নমুনা সূত্র-
'সলগৈঃ (প্রিয়া)'।
- প্রথম গণ 'স'। মাত্রা সংখ্যা ৪ (১+১+২) [সলগৈঃ (ঐ-কার যুক্ত অক্ষর ২
মাত্রা )]
- দ্বিতীয় গণ 'ল'। মাত্রা সংখ্যা ১ (১) [প্রি]
- তৃতীয় গণ 'গ'। মাত্রা সংখ্যা ২ (২) [য়া (আ-কার যুক্ত অক্ষর ২
মাত্রা )]
৪ |
|
|
|
|
১ |
|
২ |
|
স |
ল |
গৈঃ |
- |
/ |
প্রি |
/ |
য়া |
- |
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
|
৬ |
৭ |
প্রিয়া তাল
সংস্কৃত প্রিয়া ছন্দের অনুসরণে কাজী নজরুল ইসলাম, এই তালটি সৃষ্টি করেছিলেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা
বেতার কেন্দ্র থেকে
ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
এই অনুষ্ঠানের 'প্রিয়া তালে' নিবদ্ধ গানটি ছিল-
- মহুয়া বনে
দোলে পাপিয়া [তথ্য]
প্রিয়া তালের পরিচয়
মাত্রা সংখ্যা: ৭
পদ প্রকরণ: ৪/১//২
পদ প্রকৃতি: বিষমপদী।
তালি: ৩
খালি: নাই
নজরুল ইসলামের পাণ্ডুলিপি অনুসরণ করলে দেখা যায়, হ্রস্ব ও দীর্ঘ মাত্রা নির্ণনয়ে
তিনি ২টি সঙ্কেত ব্যবহার করেছেন। তিনি দীর্ঘ মাত্রার জন্য 'তা' এবং হ্রস্ব মাত্রার
এক মাত্রা 'না' ব্যবহার করেছেন। এই সঙ্কেত অনুসরণে নিচের তাল-নির্দেশ দেখানো হলো-
|
+ |
|
|
|
|
২ |
|
৩ |
|
|
|
I |
না |
না |
তা |
- |
/ |
না |
/ |
তা |
- |
I |
না |
|
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
|
৬ |
৭ |
|
১ |
ঠেকা
|
+ |
|
|
|
|
২ |
|
৩ |
|
|
+ |
I |
ধা |
ধিন |
না |
- |
। |
ধা |
। |
ধিন্ |
- |
I |
ধা |
|
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
|
৬ |
৭ |
|
১ |
সূত্র :
-
ছন্দোমঞ্জরী। বৈদ্যশ্রীগঙ্গাদাস। দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ১৫ ।
-
সংগীত-গবেষক নজরুল [প্রথম পর্ব]।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় [নজরুল ইন্সটিটিউট, ঢাকা, মে ২০১৪] পৃষ্ঠা: ১২৫-১২৬।