শ্রু
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- শ্রবণ করা, সেবা করা। এই ক্রিয়ামূলজাত যে সকল শব্দ
বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো। √শ্রু
(শ্রবণ) +ত
(ক্ত)
=শ্রুত
এই ক্রিয়ামূল থেকে
উৎপন্ন সন্-অন্ত ক্রিয়ামূল― √শুশ্রুষ্{√শ্রু
(শ্রবণ) +স
(সন্)}।
এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো-
সেবা করণ।
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বাংলা ক্রিয়ামূল- √শ্র
(শ্রবণ)>প্রাকৃত √সুণ> √সুন