স্কন্দ্
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো–
গমন করা,
আরোহণ করা।
এই
ক্রিয়ামূল-এর
সাথে বিভিন্ন প্রত্যয়
যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। নিচে এই সকল প্রত্যয় এবং পদের তালিকা দেওয়া হলো―
√স্কন্দ্
(গমন করা) +অ
(ঘঞ্) =স্কন্দ (শোষণ)
প্র-√স্কন্দ্
(গমন করা) +অন্
(ল্যুট) =প্রস্কন্দন
√স্কন্দ্
(গমন করা) +অক
(ণ্বুল) =স্কন্দক (উৎপ্লবনগামী)।
এই ক্রিয়ামূল
থেকে উৎপন্ন সাধিত ক্রিয়ামূল
Öআস্কন্দ
বাংলা কাব্যে ব্যবহৃত হয়েছে।
এই ক্রিয়ামূল থেকে
উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল
Öস্কন্দি
{Öস্কন্দ্
(গমন করা) +ই
(ণিচ)}।