শৄ
সংস্কৃত ক্রিয়ামূল ভাবগত অর্থ গমন করা, হিংসা করা, বধ করা, বিদ্ধ হওয়া এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।
 

গমন করা অর্থে      শৄ (গমন করা) +গ (অন্) =শৃঙ্গ
                                  
শৄ (গমন করা) + অন্ (অনট)=শরণ
                                
  শৄ (গমন করা) +ঈর (ঈরচ)=শরীর

হিংসা করা অর্থে     শৄ (হিংসা করা) +ত (ক্ত)=বিশীর্ণ
                                 
শৄ (গমন করা) + অ (ক) =  শিরা