ত্ব
সংস্কৃত
তদ্ধিত প্রত্যয়। সকল গ্রন্থেই 'ত্ব' হিসাবে পাওয়া যায়।
এই গ্রন্থে
'ত্ব'
হিসাবে প্রত্যয়টি গ্রহণ করা হলো।
কোনো
কোনো
ক্ষেত্রে
ক্রিয়ামূলের সাথে
ইন্ (ণিনি) প্রত্যয়
যুক্ত হওয়ার পর, তার সাথে ত্ব যুক্ত হয়ে বিশেষ্য পদ তৈরি করে। যেমন−
√অংশ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=অংশিন্+ত্ব ।
এরূপ অন্যান্য শব্দ: কারিন>কারিত্ব,
অন্যান্য ক্ষেত্রে শব্দের সাথে সরাসরি যুক্ত হয়ে, বিশেষ্য তৈরি করে, যেমন−
কটু>কটুত্ব, কঠিন>কঠিনত্ব, কঠোর>কঠোরত্ব, কর্তৃ>কর্তৃত্ব, কুটিল>কুটিলত্ব, কৃপণ>কৃপণত্ব, কোমল>কোমলত্ব।