ভাজ
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ
হলো-
ভাগ করা।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে
এবং এদের ভিতর যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তাদের তালিকা নিচে তুলে ধরা হলো।
√ভাজ্
(ভাগ করা) +
অন্ (ল্যুট)=ভাজন
√ভাজ্
(ভাগ করা) +
অনীয়
(অনীয়রঃ)=ভাজনীয়
√ভাজ্
(ভাগ করা) +
ত (ক্ত)
=ভাজিত
√ভাজ্
(ভাগ করা) +
য
(যৎ)=ভাজ্য
এই প্রত্যয়ের সাথে ক্বিপ্
প্রত্যয় যুক্ত হলে, জ বর্ণ ক-তে পরিণত হয়। যেমন-
√ভাজ্
(ভাগ করা) +
ক্বিপ্
=ভাক
১.২.
ক্রিয়ামূল।
সাধিত।
সংস্কৃত৪
√ভাজ>প্রাকৃত
√ভজ্জ>বাংলা১
√ভাজ্।
এর ভাবগত অর্থ হলো-
উত্তাপ দ্বারা পক্ব
করা বা রূপান্তর করা।
এই ধাতুজাত ক্রিয়াপদ
সকর্মক
এবং
বাংলাতে
এই ক্রিয়াপদগুলি
ব্যবহৃত হয়।
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।
চলিত রূপ |
|||||||
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
||||
সাধারণ |
সম্ভ্রমাত্মক |
সম্ভ্রমাত্মক |
সাধারণ |
তুচ্ছ |
আমি |
||
বর্তমান |
সাধারণ |
ভাজে |
ভাজেন |
ভাজেন |
ভাজ |
ভাজ্, ভাজিস |
ভাজি |
ঘটমান |
ভাজছে |
ভাজছেন |
ভাজছেন |
ভাজছ |
ভাজছিস |
ভাজছি |
|
পুরাঘটিত |
ভেজেছে |
ভেজেছেন |
ভেজেছেন |
ভেজেছ |
ভেজেছিস |
ভেজেছি |
|
অনুজ্ঞা |
ভাজুক |
ভাজুন |
ভাজুন |
ভাজো |
ভাজ্, ভাজিস |
||
অতীত |
সাধারণ |
ভাজল |
ভাজলেন |
ভাজলেন |
ভাজলে |
ভাজলি |
ভাজলাম |
নিত্যবৃত্ত |
ভাজত |
ভাজতেন |
ভাজতেন |
ভাজতে |
ভাজতি |
ভাজতাম |
|
ঘটমান |
ভাজছিল |
ভাজছিলেন |
ভাজছিলেন |
ভাজছিলে |
ভাজছিলি |
ভাজছিলাম |
|
পুরাঘটিত |
ভেজেছিল |
ভেজেছিলেন |
ভেজেছিলেন |
ভেজেছিলে |
ভেজেছিলি |
ভেজেছিলাম |
|
ভবিষ্যৎ |
সাধারণ |
ভাজবে |
ভাজবেন |
ভাজবেন |
ভাজবে |
ভাজবি |
ভাজব |
ঘটমান |
ভাজতে থাকবে |
ভাজতে থাকবেন |
ভাজতে থাকবেন |
ভাজতে থাকবে |
ভাজতে থাকবি |
ভাজতে থাকব |
|
পুরাঘটিত |
ভেজে থাকবে |
ভেজে থাকবেন |
ভেজে থাকবেন |
ভেজে থাকবে |
ভেজে থাকবি |
ভেজে থাকব |
|
অনুজ্ঞা |
ভাজবে |
ভাজবেন |
ভাজবেন |
ভেজো |
ভাজবি |
||
সাধু রূপ |
|||||||
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
||||
সাধারণ |
সম্ভ্রমাত্মক |
সম্ভ্রমাত্মক |
সাধারণ |
তুচ্ছ |
আমি |
||
বর্তমান |
সাধারণ |
ভাজে |
ভাজেন |
ভাজেন |
ভাজ |
ভাজিস |
ভাজি |
ঘটমান |
ভাজিতেছে |
ভাজিতেছেন |
ভাজিতেছেন |
ভাজিতেছ |
ভাজিতেছিস |
ভাজিতেছি |
|
পুরাঘটিত |
ভাজিয়াছে |
ভাজিয়াছেন |
ভাজিয়াছেন |
ভাজিয়াছ |
ভাজিয়াছিস |
ভাজিয়াছি |
|
অনুজ্ঞা |
ভাজুক |
ভাজুন |
ভাজুন |
ভাজিও |
ভাজিস |
||
অতীত |
সাধারণ |
ভাজিল |
ভাজিলেন |
ভাজিলেন |
ভাজিলে |
ভাজিলি |
ভাজিলাম |
নিত্যবৃত্ত |
ভাজিত |
ভাজিতেন |
ভাজিতেন |
ভাজিতে |
ভাজিতিস |
ভাজিতাম |
|
ঘটমান |
ভাজিতেছিল |
ভাজিতেছিলেন |
ভাজিতেছিলেন |
ভাজিতেছিলে |
ভাজিতেছিলি |
ভাজিতেছিলাম |
|
পুরাঘটিত |
ভাজিয়াছিল |
ভাজিয়াছিলেন |
ভাজিয়াছিলেন |
ভাজিয়াছিলে |
ভাজিয়াছিলি |
ভাজিয়াছিলাম |
|
ভবিষ্যৎ |
সাধারণ |
ভাজিবে |
ভাজিবেন |
ভাজিবেন |
ভাজিবে |
ভাজিবি |
ভাজিব |
ঘটমান |
ভাজিতে থাকিবে |
ভাজিতে থাকিবেন |
ভাজিতে থাকিবেন |
ভাজিতে থাকিবে |
ভাজিতে থাকিবি |
ভাজিতে থাকিব |
|
পুরাঘটিত |
ভাজিয়া থাকিবে |
ভাজিয়া থাকিবেন |
ভাজিয়া থাকিবেন |
ভাজিয়া থাকিবে |
ভাজিয়া থাকিবি |
ভাজিয়া থাকিব |
|
অনুজ্ঞা |
ভাজিবে |
ভাজিবেন |
ভাজিবেন |
ভাজিয়ো |
ভাজিবি |
||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : ভাজিতে, ভাজিলে, ভাজিয়া। চলিত রীতি : ভাজতে, ভাজলে, ভেজে |