যৎ
সংস্কৃত
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-
চেষ্টা
করা।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়,
তার ভিতরে যে সকল শব্দ বাংলা
ভাষায় ব্যবহৃত হয়-
তার তালিকা দেওয়া হলো।
√যৎ
(চেষ্টা করা) +
অন্
(ল্যুট)=যতন
√যৎ
(চেষ্টা করা) +
অনীয় (অনীয়রঃ)=যতনীয়
√যৎ
(চেষ্টা করা) +ই (ইন্)
=যতি
√যৎ
(চেষ্টা করা) +
ত
(ক্ত)=যত্ত
√যৎ
(চেষ্টা করা) +
ন (নঙ্)
=যত্ন
এই ধাতুজাত ণিজন্ত ধাতু
Öযাতি
{Öযৎ
+ণিচ্}।
দেখুন : যাতি।